X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইসলামি সন্ত্রাসবাদ জার্মানির ‘সবচেয়ে বড় হুমকি’: মেরকেল

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৫

ইসলামি সন্ত্রাসবাদ জার্মানির ‘সবচেয়ে বড় হুমকি’: মেরকেল জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামি সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মেরকেল এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণে মেরকেল বার্লিনে ট্রাক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন,‘মানবিকতার সুযোগ নিয়ে সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। ২০১৬ সাল বছরটি ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষার। জার্মানি এ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে এসেছে।’

মেরকেল আরও বলেন, ‘আমাদের জীবন ও কাজের ক্ষেত্রে আমরা সন্ত্রাসীদের উদ্দেশে বলতে চাই, তোমরা ঘৃণিত খুনি।কিন্তু আমরা কীভাবে বাঁচব ও বাঁচতে চাই, তা ঠিক করার অধিকার তোমাদের নেই। আমরা স্বাধীন, সহানুভূতিশীল ও মুক্ত।’

শরণার্থীদের আশ্রয় দেওয়া স্বপক্ষে অবস্থান জানিয়ে মেরকেল বলেন, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র, আইনের শাসন ও মূল্যবোধের প্রতিফলন। বিপরীতে রয়েছে ঘৃণ্য সন্ত্রাসবাদ। আমরা প্রমাণ করব সন্ত্রাসবাদের চেয়ে আমরা শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধ থাকলেই শক্তিশালী। আমাদের রাষ্ট্র শক্তিশালী।’

দুই সপ্তাহ আগে বার্লিনের ক্রিসমার্স মার্কেটে তিউনিশিয়ান বংশোদ্ভূত আনিস আমরি নামের এক সন্ত্রাসী ট্রাক হামলা চালায়। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এছাড়া বছরের শুরুর দিকে উর্জবুর্গে ট্রেনে আফগান শরণার্থী শিশুর কুঠার হামলায় পাঁচজন আহত হয়। এ ছাড়া আনসবাচের একটি বারের পাশে সিরিয়ান এক শরণার্থী আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ১৫ জন আহত হয়। 
জার্মানিতে গত ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। কিন্তু এসব হামলার পর মেরকেলের শরণার্থী আশ্রয় নীতি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। 

এর আগে গত বছর নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে স্মরণকালের ভয়াবহ যৌন হয়রানির ঘটনা ঘটে। পাঁশ শতাধিক নারী ওই সময় যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। যৌন হয়রানির জন্য জার্মানির উগ্র জাতীয়তাবাদীরা দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের দায়ী করে আসছে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ