X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাশ্মির নিয়ে মোদিকে ভারতীয় সাংবাদিকের খোলা চিঠি

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ২৩:০৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২৩:০৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সাংবাদিক সন্তোষ ভট্টাচার্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি লিখেছেন। রাইজিং কাশ্মিরে প্রকাশিত দীর্ঘ এ চিঠিতে সন্তোষ বলেছেন, কাশ্মির ভূখণ্ড আমাদের হতে পারে কিন্তু কাশ্মিরের জনগণ আমাদের সঙ্গে নেই।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চারদিন সফর শেষে নিজের অভিজ্ঞতার কথা চিঠিতে উল্লেখ করেছেন সন্তোষ। এতে স্থান পেয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর শক্তিপ্রয়োগ, কাশ্মিরি জনগণের ক্ষোভ এবং কাশ্মির ইস্যুতে ভারতের অদক্ষতার কথা।

মোদির প্রতি সন্তোষ লিখেছেন, নিপীড়নের ফলে ভারতীয় ব্যবস্থার বিরুদ্ধে কাশ্মিরের জনগণের ক্ষোভের কথা আমি আপনাকে জানাতে চাই। ৮০ বছরের বৃদ্ধ থেকে ৬ বছরের শিশুর মধ্যে এ ক্ষোভ রয়েছে।

সন্তোষের ভাষায়, যেসব কাশ্মিরি হাতে পাথর নিচ্ছে না তাদেরও মনে পাথর রয়েছে।

উল্লেখ্য, ৮ জুলাই হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার কাশ্মির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধ কাশ্মিরিরা পাথর ছুড়ে ভারতীয় নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে।

কাশ্মিরের মানুষের পাকিস্তান প্রীতি প্রসঙ্গে সন্তোষ লিখছেন,  মাননীয় প্রধানমন্ত্রী অনেকে হয়ত আপনাকে বলেছে যে কাশ্মিরের মানুষ পাকিস্তানকে সমর্থন করে। কিন্তু সত্যিকার অর্থে আমি এমন কোনও মানুষ পাইনি, যিনি পাকিস্তানের প্রশংসা করেছেন।  কাশ্মিরের প্রতিটি মোবাইল টাওয়ার ও গাছে পাকিস্তানের পতাকা উড়তে দেখে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম, কেন তারা এটা করছে? জবাবে তারা জানায়, পাকিস্তানকে ঘৃনা করে ভারত। ফলে ভারতকে রাগাতেই পাকিস্তানি পতাকা ওড়ানো হয়।

চিঠিতে কাশ্মিরের মানুষের মন জয় করার জন্য আহ্বান জানান সন্তোষ।

প্রসঙ্গত, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহান নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা শুরু হয়। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভ আরও জোরালো হলে পুরো কাশ্মিরজুড়ে কারফিউ সম্প্রসারিত হয়। পরে চলতি মাসের ১৫ তারিখ পুরো উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়।

চলমান সংঘর্ষে অন্তত ৮৫ জন কাশ্মিরি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। এর মধ্যে সাড়ে সাত হাজারেরও বেশি কাশ্মিরি বিক্ষোভকারী। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল