X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কানপুরে ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত যা জানা গেলো

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১২:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:৪৮

কানপুরে ট্রেন দুর্ঘটনা রবিবার ভোরে কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়েছে। রবিবার দুপুর ১২ টা পর্যন্ত নিহতের সংখ্যা ৯৬ বলে জানা গেছে। দুর্ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

১। ভোর ৩টায় দুর্ঘটনায় পড়ে ট্রেন

কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পোখরায়ান এলাকায় পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। দুটি বগির বেশির ভাগ যাত্রীই আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

২। নিহতের সংখ্যা বেড়ে ৯৬

দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ৯৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও প্রায় দেড় শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩। ক্ষতিপূরণের ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ ও গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি গুরুতর আহতদের ৫০ হাজার ও অল্প আহতদের ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লাখ, গুরুতর আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রীও ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সাড়ে তিন লাখ ও গুরুতর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

৪। জরুরি হেল্পলাইন নম্বর চালু

দুর্ঘটনার পর রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি সেবার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বরগুলো হলো- ইন্দোর-০৭৪১১০৭২, উজান-০৭৩৪২৫৬০৯০৬, রতলাম-০৭৪১২১০৭২, ওরাই-০৫১৬২১০৭২, ঝাঁসি-০৫১০১০৭২, পোখরায়া-০৫১১৩২৭০২৩৯।

৫। তদন্তের নির্দেশ

কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেনশ প্রভু দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। টুইটারে তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তি প্রদান করা হবে। তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন ব্যক্তিগতভাবে উদ্ধারকাজ তদারকি করার জন্য।

৬। উদ্ধার কাজ চলছে

দুর্ঘটনায় পড়া ট্রেনের লাইনচ্যুত বগি গুলোতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থা বাহিনীর পাশাপাশি আড়াইশো জওয়ানও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দলজিৎ সিং চৌধুরী জানিয়েছেন, গ্যাস কাটারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে ট্রেনের ধ্বংসস্তুপে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। 

৭। সুস্থ ও আহত যাত্রীরা যেখানে আছেন

রেল মন্ত্রণালয় জানিয়েছেন, দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের ঘটনাস্থল থেকে মালাসা স্টেশনে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের কানপুর দেহাত হাসপাতালে নেওয়া হয়েছে। কানপুর রেঞ্জের পুলিশের আইজি জাকি আহমেদ জানান, সবগুলো হাসপাতালকে সতর্ক করা হয়েছে। ৩০টি অ্যাম্বুলেন্স আহত যাত্রীদের বহনে কাজ করছে।

৮। প্রাণহানির ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রীর শোক

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে এ শোক জানান তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে