X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মেঘালয়ের রাজ্যপালের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ১৩:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৩:১২

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মেঘালয়ের রাজ্যপালের পদত্যাগ যৌন হয়রানির অভিযোগ ওঠার পর উত্তরপূর্ব ভারতের মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথন পদত্যাগ করেছেন। তার ব্যক্তিগত সচিব সৌরভ পান্ডে বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে নিশ্চিত করে জানাননি সচিব।

শিলং রাজভবনের প্রায় ১০০ কর্মী রাজ্যপাল সন্মুগানাথনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে। গত বুধবার পাঠানো ১১ পাতার ওই চিঠিতে কর্মচারীরা লিখেছেন, সন্মুগানাথনের আচরণ 'উদ্বত, দাম্ভিক' এবং তিনি 'অসত্য'ও বলেন।

রাজভবনের মর্যাদা পুনরুদ্ধার করার আবেদন জানিয়ে কর্মীরা লিখেছিলেন, তিনি রাজপাল পদটির মর্যাদা ক্ষুন্ন করেছেন এবং তার সরকারি বাস ভবনকে 'কমবয়সী নারীদের ক্লাব' বানিয়ে ফেলেছেন।

এ সপ্তাহের গোড়ায় শিলংয়ের একটি স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়েছিল যে, এক চাকরীপ্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময়ে অশালীন আচরণ করেছেন তিনি। অবশ্য ওই ঘটনার জন্য পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।সন্মুগানাথনও ঘটনাটি অস্বীকার করেছিলেন। এরপর বৃহস্পতিবার শেষ রাতের দিকে পদত্যাগ করেছেন তিনি।

মেঘালয়ের সঙ্গেই অরুণাচল প্রদেশেরও রাজ্যপাল সন্মুগানাথন। অরুণাচলের রাজধানী ইটানগর থেকেই পদত্যাগপত্র দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন।

তামিলনাডুর বাসিন্দা ৬৭ বছর বয়সী সন্মুগানাথন দীর্ঘদিন ধরেই হিন্দু পুণরুত্থানবাদী ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ঘনিষ্ঠ বলে পরিচিত।

কোনও রাজ্যপালের বিরুদ্ধে যৌন হয়রানি বা নারীঘটিত কেলেঙ্কারীর ঘটনা ভারতে বেশ বিরল। ভারতের প্রতিটি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কাজ করে থাকেন রাজ্যপাল। এই পদের নিয়োগ দিল্লি থেকেই করা হয়। বেশীরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক ব্যক্তিদের - বিশেষত কেন্দ্রে যে দলের সরকার থাকে, তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই এই পদে নিয়োগ দেওয়া হয়। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

 

সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
‘অতি বাম অতি ডান সবই এক হয়ে গেছে, কীভাবে হলো জানি না’
‘অতি বাম অতি ডান সবই এক হয়ে গেছে, কীভাবে হলো জানি না’
বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর
বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে শাইনপুকুরকে হারালো মোহামেডান
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে শাইনপুকুরকে হারালো মোহামেডান
জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে: গবেষণা
জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে: গবেষণা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা