X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ছয় দিনের ইউরোপ সফরে মোদি

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৭, ১৭:১৭আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:১৭

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছয় দিনের ইউরোপ সফরে জার্মানি রওনা দিয়েছেন। সোমবার সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। এ সফরে মোদি চারটি দেশ সফর করবেন। দেশগুলো হচ্ছে- জার্মানি, রাশিয়া, স্পেন ও ফ্রান্স। ক্ষমতা গ্রহণের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতাদের সঙ্গে প্রথম রাষ্ট্রীয় বৈঠক করবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদির ইউরোপ সফর শুরু হবে। সোমবার সন্ধ্যায় মেসেবার্গে জার্মান চ্যান্সেলরের সরকারি বাস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ইস্যু গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি। এছাড়া বিনিয়োগ, তথ্য-প্রযুক্তি ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হতে পারে।

এই সফরেই রাশিয়ার সঙ্গে নিষ্ক্রিয় হয়ে পড়া ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন মোদি। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেন্ট পিটার্সবার্গে শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার এ দুই নেতা বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের পরিবর্তনশীল বৈশ্বিক সম্পর্ক নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনের চেষ্টা চালাবেন।

ব্রুকিং ইন্ডিয়ার ফরেন পলিসি ফেলো ধ্রুব জয়শংকর বলেন, ‘ভারতের জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হলেও তাদের মধ্যে সম্পর্কের ভিত্তি অনেক দুর্বল। দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ সীমিত। খুব কম সংখ্যক ভারতীয় তরুণ রাশিয়ায় পড়ালেখা করতে যায়। তবে তথ্য-প্রযুক্তি খাতে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দু’দেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।’

বৈঠকে এ দুই নেতা ভারতের দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরও চুল্লি সরবরাহের ব্যাপারে মস্কোর সঙ্গে চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারত তাদের সামরিক হার্ডওয়্যারের জন্য এক সময় মস্কোর ওপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সোভিয়েত আমলের প্রতিরক্ষা সরঞ্জামাদির আধুনিকায়নে তারা ক্রমেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরাইলের দিকে ঝুঁকে পড়ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, বাসস।

/এএ/

সম্পর্কিত
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে