X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘চীন-ভারত সামরিক সংঘাতের বিপজ্জনক কাছাকাছি’

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ২০:২৩আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:২৪

‘চীন-ভারত সামরিক সংঘাতের বিপজ্জনক কাছাকাছি’ উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনায় বিশ্বের নজর এখন। কিন্তু এরই মধ্যে হিমালয়ের পাদদেশে চীন ও ভারত সামরিক সংঘাতের বিপজ্জনক মাত্রায় কাছাকাছি পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি এভাবেই উঠে আসছে।

গত দুই মাস ধরে চীন ও ভারতের সেনারা মুখোমুখি অবস্থান নিয়ে আছেন। মিত্রদেশ ভুটানের সমর্থনে সেনা পাঠিয়েছে ভারত। সীমান্তের ডুকলাম অঞ্চল নিজেদের বলে দাবি করছে ভুটান। চীন এলাকাটিতে একটি সড়ক নির্মাণ শুরুর পর থেকেই এই উত্তেজনা শুরু হয়।

ভারতের পরামর্শ উভয় পক্ষই সীমান্ত প্রত্যাহার করতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, সংলাপের মাধ্যমেই বিরোধ অবসান সম্ভব। আর চীন ডুকলাম অঞ্চলে সড়ক তৈরি নিজেদের অধিকার বলে অনড় রয়েছে।

বিরোধের শুরুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অবস্থানকে অবৈধ প্রবেশ ও বেপরোয়া আচরণ হিসেবে আখ্যায়িত করেছিল। শান্তি চাইলে সেনা প্রত্যাহারে নয়া দিল্লির প্রতি দাবি জানিয়েছিল।

২ হাজার ২২০ মাইল সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে মাঝে মধ্যেই বিরোধ সৃষ্টি হয়। তবে প্রায় অর্ধশতাব্দি ধরে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে কোনও গুলিবিনিময় হয়নি।

বিশ্লেষকদের মতে, সর্বশেষ বিরোধটি উদ্বেগজনক। কারণ এমন সময়ে এই বিরোধ সৃষ্টি হলো যখন চীন বিষয়টিকে আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি বলে মনে করছে। এছাড়া এবারই উভয় দেশের বিরোধে তৃতীয় আরেকটি দেশ ভুটান জড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকালে চীন-ভারতের সেনারা লাদাখে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন।

লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক শশাঙ্ক জোশি জানান, এই বিরোধ থেকে বেরিয়ে আসা কঠিন হবে। চীন-ভারতের ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে দুই দেশের সম্পর্ক।

এশিয়ার সবচেয়ে জনবহুল দুটি দেশের সীমান্তে এই অচলাবস্থা ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও ছড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরে সামরিকায়ন করছে চীন এবং বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টায় রত। দিন দিনি চীনের প্রভাব বাড়ছে। চীনের বেশ কয়েকটি পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত।

সম্প্রতি নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব শ্যাম সারান বলেছেন, ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো চীনের উত্থান। কোনও সন্দেহ নেই যে, চীন চাইবে প্রতিবেশী দেশগুলোতে ভারতের কৌশলকে খর্ব করে আনতে। বাস্তবে এটিই ঘটছে। সূত্র: এনডিটিভি।
/এএ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম