X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চীনকে মোকাবিলায় ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন বাড়াচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ২২:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২২:৫৪

ভারত মহাসাগরীয় অঞ্চলে (আইওআর) চীনের সম্ভাব্য সাবমেরিন হামলা মোকাবিলার জন্য তৈরি হচ্ছে ভারতীয় নৌবাহিনী। নিজের কর্তৃত্ব বজায় রাখতে পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী বিভিন্ন ধরনের সাবমেরিন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রভাণ্ডার ভরিয়ে তুলতে চাইছে নৌবাহিনী। এছাড়া, নৌবাহিনী ওই এলাকায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে ঘনঘন যৌথ মহড়ায় নামবে। কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন ‘আইএনএস-আরিহন্ত’। ছবি-সংগৃহীত।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী খবর পেয়েছে আগামী বছরের শুরুতে ভারত মহাসাগরীয় এলাকা অতিক্রম করবে চীনের পরমাণু অস্ত্রবাহী একটি সাবমেরিন। ফলে ওই এলাকায় যাতে ভারতের কর্তৃত্ব কোনও চ্যালেঞ্জের মুখে না পড়ে, সে জন্য নিজের শক্তি দেখাতে বড়সড় মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় নৌবাহিনী। অস্ত্রভাণ্ডারে থাকা গুরুত্বপূর্ণ সব অস্ত্রই সেই মহড়ায় ব্যবহার করা হবে।

ভারত মহাসাগর ও লাগোয়া এলাকাগুলিতে নিজের দাপট বজায় রাখতে ওই মহড়ার পাশাপাশি পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী বিভিন্ন ধরনের সাবমেরিনে অস্ত্রভাণ্ডার ভরিয়ে ফেলারও প্রস্তুতি শুরু করেছে নৌবাহিনীতে। ধাপে ধাপে পরমাণু শক্তিতে চলা ৬টি অ্যাটাক সাবমেরিন (এসএসএন), পরমাণু শক্তিতে চলা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন (এসএসবিএন) এবং ১৮টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন নিজেদের অস্ত্রভাণ্ডারে আনতে চলেছে ভারতীয় নৌবাহিনী।

এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর রয়েছে ১৩টি পুরনো সাবমেরিন আর ‘আইএনএস-আরিহন্ত’ ও ‘আইএনএস-চক্র’। পরমাণু শক্তিতে চলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী (এসএসবিএন) ‘আইএনএস-আরিহন্ত’ দেশে বানানো। তবে সবে গত বছর বাহিনীর অস্ত্রভাণ্ডারে এসেছে ‘আইএনএস-আরিহন্ত’। আর পরমাণু শক্তিতে চলা অ্যাটাক সাবমেরিন (এসএসএন) বলতে নৌবাহিনীর হাতে থাকা একমাত্র ‘আইএনএস-চক্র’ রাশিয়ার কাছ থেকে লিজে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক চাপের কথা মাথায় রেখে ‘আইএনএস-চক্র’কে এখনও পরমাণু অস্ত্রবাহী করে তোলা হয়নি।

সূত্র আরও জানায়,  আগামী বছরেই একটি এসএসবিএন অস্ত্রভাণ্ডারে আসতে চলেছে। সেই এসএসবিএন ‘আইএনএস-আরিধামান’ দেশেই বানানো হচ্ছে। বিশাখাপত্তনমে ৯০ হাজার কোটি টাকার সেই সাবমেরিন বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।

এ ছাড়া, ৬০ হাজার কোটি রুপির বেশি খরচে ৬টি এসএসএন দেশেই বানানো হচ্ছে। ৪ ডিসেম্বর নৌবাহিনী দিবসের আগে শুক্রবার নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা বলেছেন, ‘এসএসএন প্রকল্প শুরু হয়ে গিয়েছে। এটা আমি শেষ করেই যাব। তা ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে এখন থেকে ভারত মহাসাগরীয় এলাকায় ঘনঘন যৌথ মহড়া আয়োজন করা হবে।’

 

/এএ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট