X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইনে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরবে: তরুণ গগৈ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৭:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা যেভাবে নাগরিকত্ব (সংশোধনী) আইন-২০১৬ উপস্থাপন করছেন তাতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চিড় ধরবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

তরুণ গগৈ

 

সম্প্রতি ভারতের লোকসভায় আইনটি পাস হয়েছে। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব প্রদান করার কথা বলা হয়েছে। আইনটি প্রণীত হলে এই প্রতিবেশী দেশগুলোর হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ ও পার্সিসরা ভারতে বসবাসের ছয় বছরের মধ্যে নাগরিকত্ব পাবেন। তাদের কোনও কাগজপত্র না থাকলেও চলবে। বর্তমান আইনে নাগরিকত্ব পেতে ১২ বছর অপেক্ষা করতে হয়।

১৫ বছর আসামের ক্ষমতায় থাকা তরুণ গগৈ মনে করেন, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের দাবি করার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ধর্মনিরপেক্ষ প্রতিবেশী গড়ে তোলার চেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এই আইনে উভয় দেশের সম্পর্কে চিড় ধরাবে। এখনকার বাংলাদেশ অনেক বেশি সহযোগিতামূলক, সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া শেখ হাসিনার পদক্ষেপের কারণে উত্তর-পূর্ব ভারতে শান্তি বিরাজ করছে। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, প্রতিবছর দুর্গাপূজার সংখ্যা বাড়ছে। আর এখানে অপ্রয়োজনীয়ভাবে ধর্মীয় নিপীড়নের কথা বলে বাংলাদেশকে খারাপ হিসেবে হাজির করা হচ্ছে।

তরুণ গগৈ বলেছেন, আসামকে যে ১৫ বছর তিনি শাসন করেছেন ওই সময় বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে কেউ নাগরিকত্ব চাইতে আসাম আসেনি। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে নিয়ে আমার দীর্ঘ ফোনালাপ হয়েছে।

প্রবীণ এই রাজনীতিক মনে করেন, বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন নিয়ে বিজেপির প্রচারণায় শেখ হাসিনার সরকারকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা