X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
কাশ্মিরে হামলা

প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে দেহাবশেষ ও গাড়ির ভগ্নাংশ মিলেমিশে একাকার

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সিআরপিএফের গাড়ি বহরে চালানো আত্মঘাতী বোমা হামলা এতটাই শক্তিশালী যে, বিস্ফোরণের পর নিহতদের দেহাবশেষ ও গাড়ির ভগ্নাংশ আলাদা করাই মুশকিল হয়ে পড়েছে। তদন্তে নিয়োজিত গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে দেহাবশেষ ও গাড়ির ভগ্নাংশ মিলেমিশে একাকার

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে তুষার ও গলে যাওয়া তুষার। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে মানুষের দেহাবশেষ গাড়ির ভগ্নাংশের সঙ্গে একেবারে মিলিয়ে গেছে। এটার মধ্যেই তাদের কাছ করতে হচ্ছে।

কর্মকর্তা বলছেন, আত্মঘাতী বোমা হামলায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটার এক্সেল সম্ভবত তারা খুঁজে পেয়েছেন। এটা জোড়া লাগিয়ে গাড়ির মালিকানার তথ্য পাওয়া যেতে পারে।

বিস্ফোরণে নিহত আত্মঘাতী হামলাকারীর কোনও দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোয়েন্দারা।

জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর বোম্ব টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমাটি ১০০-১৫০ কেজি আরডিএক্স ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এনএসজি সদস্যরা ঘটনাস্থলে আর কোনও বোমা ব্যবহারের কোনও প্রমাণ পাননি। তবে এতো বিপুল পরিমাণ আরডিএক্স কিভাবে পুলওয়ামা আনা হলো এবং গাড়িতে বসানো সম্ভব হয়েছ তা সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে তদন্তকারীরা বলেছিলেন, ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে সিআরপিএফের বাসে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটনায় জয়েশ-ই-মহম্মদের আত্মঘাতী বোমা হামলাকারী আদিল আহমেদ দার।
তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলায় যে গাড়ি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তা এসইউভি নয়, ছিল সেডান। গাড়িতে ছিল আরডিএক্স, যা ছড়িয়ে পড়েছিল ১৫০ মিটার এলাকাজুড়ে। তবে বাসে ধাক্কা মারেনি ঘাতক, বরং রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ির বহরের ৭৮ টি বাসের কাছে বিস্ফোরণ ঘটানো হয়।
গোয়েন্দা জানান, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, একজনের দেহ ছিটকে ৮০ মিটার দূরে গিয়ে পড়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই হামলার মূল পরিকল্পনাকারী হলেন সাবেক আফগান যোদ্ধা আব্দুল রশিদ গাজী। সাবেক এই আফগান যোদ্ধা  একজন আইইডি স্পেশালিস্ট। তিনিই পুলওয়ামা হামলার সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। গত বছরের ডিসেম্বর মাস থেকে এই হামলার ছক তৈরি করা শুরু হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রায় ২৫০০ সদস্যকে নিয়ে ৭০টি গাড়ির একটি বহর জম্মু থেকে কাশ্মির যাচ্ছিলো। এরমধ্যে ৪৪ জন জওয়ানকে বহনকারী একটি বাসের ওপর আত্মঘাতী হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদ সদস্যরা। প্রায় সাড়ে তিনশ’ কেজি বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে বাসটিকে ধাক্কা দেওয়া হয়। এতে ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়। আহত হয় আরও অনেকে। হামলার পর স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ। গোষ্ঠীটি কাশ্মিরে ভারতীয় শাসনের অবসান চায়। মতাদর্শগতভাবে কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে অবস্থান তাদের।

 

/এএ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক