X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

উত্তরাখণ্ডে মাদ্রাসা চালু করবে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ২১:৫৮আপডেট : ২২ মে ২০১৯, ১৬:৪৩

ভারতের উত্তরাখণ্ডে প্রথমবারের মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শিক সংগঠন হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। এই মাদ্রাসা চালু করছে সংগঠনটির সংখ্যালঘু শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (এমআরএম)। ভারতে এ পর্যন্ত পাঁচটা মাদ্রাসা খুলেছে এমআরএম। তবে উত্তরাখণ্ডে এটাই হবে প্রথম মাদ্রাসা। আগামী ছয় মাসের মধ্যে দেরাদুনে চালু হবে এই মাদ্রাসা।

উত্তরাখণ্ডে মাদ্রাসা চালু করবে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস

আরএসএস’র পক্ষ থেকে মাদ্রাসা গড়ে তোলার খবরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতে। সমালোচকরা বলছেন, এটা সংঘ পরিবারের ষড়যন্ত্র। তারা মাদ্রাসা ও মুসলিমদের সংস্কৃতির ওপর আঘাতের আশঙ্কা করছেন। তবে কেউ কেউ বলছেন, মাদ্রাসার মতো প্রতিষ্ঠান গড়ে তোলায় ক্ষতির কিছু নেই।

আরএসএস জানায়, মাদ্রাসা সম্পর্কে বহু মানুষের ভুল ধারণা রয়েছে। এমআরএমের প্রতিটি মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হয় ছাত্রদের। শুধু ছাত্র নয়, উত্তরাখণ্ডের এই নতুন মাদ্রাসায় ছাত্রীদেরও ভর্তির সুযোগ থাকবে।

সংগঠনের তরফে আরও বলা হয়েছে, শুধু সিলেবাসভিত্তিক পাঠ নয়, এই মাদ্রাসায় সাধারণ জ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তিগত বিদ্যাতেও জরুরি পাঠ দেওয়া হবে শিক্ষার্থীদের।

এমআরএম’র রাজ্য সংগঠনের প্রধান সীমা জাভেদ জানান, জমি কেনা হয়ে গেছে। মাদ্রাসা তৈরির কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। সিলেবাসে কী কী পাঠক্রম থাকবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছামতোই সাজানো হয়েছে। মোদি চান, শিক্ষার্থীদের এক হাতে থাকবে কোরআন, অন্য হাতে কম্পিউটার।

এর আগে উত্তর প্রদেশে পাঁচটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল এমআরএম। মোরাদাবাদ, হাপুর, বুলন্দশহরে একটি ও মুজাফফরনগরে দুটি।

এমআরএম’র জাতীয় উপ-সাংগঠনিক সম্পাদক তুষার কান্ত হিন্দুস্তানি বলেন, ‘আমরা চাই না মাদ্রাসায় শুধু কাজী, ক্বারি, ইমাম, মাওলানা, মুফতি তৈরি না হয়। বরং তাদের মধ্যে থেকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিজ্ঞানী তৈরি হোক।’

তুষার কান্ত জানান, শুধু মুসলিম নয়, যেকোনও ধর্মের ছাত্রছাত্রীরাই এ মাদ্রাসায় ভর্তি হতে পারবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা