X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাহুলের পদত্যাগপত্র গ্রহণ করেনি কংগ্রেস

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৯, ১৯:১৮আপডেট : ২৫ মে ২০১৯, ২০:০২

লোকসভা নির্বাচনে ভয়াবহ ব্যর্থতার দায় মাথায় নিয়ে শনিবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু দলটির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে তা সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যাত হয়েছে। উল্টো, কংগ্রেসকে ঢেলে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

রাহুলের পদত্যাগপত্র গ্রহণ করেনি কংগ্রেস

বৃহস্পতিবার ভোটগণনা শেষ হওয়ার আগেই কংগ্রেসের পুনরায় ভরাডুবি স্পষ্ট হয়ে যায়। যদিও গতবারের চেয়ে এবার কংগ্রেস আটটি আসন বেশি পেয়েছে। দলের ব্যর্থতার মধ্যেই রাহুলের জন্য গান্ধীদের পারিবারিক আসন হয়ে ওঠা আমেথিতে হার ছিল চরম ব্যর্থতার। যদিও ওয়ানাড় থেকে জয়ী হয়ে লোকসভায় যাচ্ছেন তিনি।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, মা সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু সোনিয়া তা গ্রহণ করেননি। শনিবারও খবরে বলা হয়, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাহুল। তবে বৈঠকের মাঝপথে কংগ্রেস মুখপাত্র রন্দিপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের জানান, রাহুলের পদত্যাগের প্রস্তাব দেওয়ার খবর সত্য নয়। বৈঠকে এখন পর্যন্ত এ ধরনের কোনও প্রস্তাব দেননি তিনি। সর্বশেষ শনিবার সন্ধ্যায় হিন্দুস্তান টাইমসে সুরজেওয়ালা রাহুলের পদত্যাগের প্রস্তাবের কথা স্বীকার করেছেন।

বৈঠক শেষে এক বিবৃতিতে কংগ্রেস নেতারা তাদের ভোটারদের ধন্যবাদ দিয়েছেন। দলটির দাবি, তারা সব সময় শোষিতের হয়ে লড়াই করেছেন। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে খরা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী দিনে সরকারকে তার মোকাবিলা করতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে দলকে ঢেলে সাজানোর পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে রাহুলকে। বিভিন্ন রাজ্যের প্রধানরা তার কাছেই পদত্যাগপত্র পাঠাবেন।

শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক চলে তিন ঘণ্টা। এতে উপস্থিত ছিলেন ইউপিএ-র চেয়ারপারসন সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক মন্ত্রী পি চিদম্বরম এবং মল্লিকার্জুন খাড়গে।

 

/এএ/এমএমজে/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?