X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও এক ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১৫:৫০আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৭:১৯

জম্মু-কাশ্মিরের রাজৌরি সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জেলার নওশেরা সেক্টরের সীমান্ত রেখায় পাকিস্তানি সেনাবাহিনী মর্টার সেল নিক্ষেপ ও গুলি চালালে এই ভারতীয় সেনা নিহত হন। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্ধা ন্যান্স নায়েক সন্দীপ থাপা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে। 

কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও এক ভারতীয় সেনা নিহত

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

গত সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় বাহিনীর গুলিতে একজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তাদের হিসাব মতে, ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মির সীমান্তে গোলাগুলিতে এ নিয়ে চার পাকিস্তানি ও  পাঁচ ভারতীয় সেনা সদস্য নিহত হলেন। তবে ভারতের দাবি, কাশ্মিরে তাদের কোনও সেনা নিহত হয়নি।

শনিবার সেনাবাহিনীর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নওশেরা সেক্টরে সকাল সাড়ে ৬টায় সীমান্তের ওপার থেকে গুলি করে পাকিস্তানি সেনাবাহিনী। সীমান্ত পাহারায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনী যথাযথ পাল্টা হামলায় চালায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষ থেকে থেমে থেমে গোলাগুলি চলছিল।

গত মাসে কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরিতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই সেনা কর্মকর্তা ও এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকেই।

 

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস