X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

'ঘোর দুর্দিনে' শান্তিপূর্ণ আন্দোলনে পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩০

ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা। শনিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক আয়োজন করে এই ঘোষণা দেন তারা। বৈঠকে কবি জয় গোস্বামী বলেন, ‘ভারতে এখন ঘোর দুর্দিন। এই আইনকে প্রত্যাহার করতে সব ধরনের মানুষকে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’ কলকাতাভিত্তিক বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে এখবর জানা গেছে।

'ঘোর দুর্দিনে' শান্তিপূর্ণ আন্দোলনে পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  রেল ও সড়কপথ বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার বদলে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করেছেন, যারা  জনগণের সম্পদের ক্ষতি করছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ অবস্থায় কলকাতার বিশিষ্টজনরাও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিলেন।

অসুস্থতার কারণে হাজির হতে না পারলেও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং গায়ক কবীর সুমন তাদের লেখা পাঠিয়েছেন। সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার, গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের মতো নাগরিক সমাজের পরিচিত মুখও। 

অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন,  ‘বিভেদের সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ গণ্ডগোলের সৃষ্টি করে। কিন্তু আমাদের সতর্ক হয়ে শান্তিপূর্ণ পথে প্রতিবাদ করতে হবে।’

শিল্পী শুভাপ্রসন্ন বলেন, ‘আন্দোলনকারীদের প্রতি আমাদের আবেদন, শান্তির পথে প্রতিবাদ করুন। নইলে যাদের বিরুদ্ধে আন্দোলন তারাই সুবিধা পেয়ে যাবে।’

নতুন নাগরিকত্ব আইনের আতঙ্ক দেশভাগের স্মৃতি উস্কে দিয়েছে নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মনে। তিনি বলেন, ‘দেশভাগের সময় ও-পার বাংলা থেকে আসার সময়  নিজের ভিটেমাটি ছেড়ে আসার যন্ত্রণা এখনও বুঝি। ১৯৫৬ সালে শিয়ালদহ স্টেশনে ইটে মাথা রেখে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলাম। নতুন আইনে আবার সেই অবস্থা ফিরবে না তো!’

জঙ্গি বিক্ষোভের পাশাপাশি সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে এনআরসি এবং নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদও শুরু হয়েছে। শনিবার ঢাকুরিয়ায় মধুসূদন মঞ্চের সামনের জমায়েতে ‘আর্টিস্ট ইউনাইট’ ডাক দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে শামিল হয়েছিলেন। এর আগে পুলওয়ামা-কাণ্ডের পরেও দেশের সম্প্রীতিতে ফাটল ধরানো রুখতে তারা অনেকেই পথে নেমেছিলেন। গানে-গল্পে-অভিনয়ে বিভিন্ন ভাষায় চলে নাগরিক প্রতিবাদ। 

/এএ/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা