X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

লকডাউনে বান্ধবীর সঙ্গে দেখা করতে চেয়ে যে উত্তর পেলেন মুম্বাইয়ের বাসিন্দা

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৮:০৫আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৮:০৫
image

লকডাউনের মধ্যে বান্ধবীর সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের সাহায্য চেয়ে টুইট করেছেন ভারতের মুম্বাইয়ের এক বাসিন্দা। তাকে দেওয়া মুম্বাই পুলিশের রসাত্মক জবাব নেট নাগরিকদের মন জয় করে নিয়েছে।

মহারাষ্ট্রে করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ ঠেকাতে মুম্বাইসহ রাজ্যের বেশ কিছু এলাকায় আরোপ করা হয়েছে ১৪৪ ধারা। এর আওতায় পাঁচ বা বেশি ব্যক্তির এক সঙ্গে জমায়েত নিষিদ্ধ। এছাড়া গাড়ি চলাচল সীমিত রাখতে মুম্বাই পুলিশ জরুরি/প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে বিভিন্ন রংয়ের স্টিকার ব্যবহারের নির্দেশনা জারি করেছে। এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করছে পুলিশ। যারাই যথাযথ কারণ ছাড়া গাড়ি বের করছে তাদের বিরুদ্ধেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।

এমন বাস্তবতায় অশ্বিন বিনোদ নামে টুইটার ব্যবহারকারী মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, তিনি তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চান- এক্ষেত্রে কোন রংয়ের স্টিকার তিনি ব্যবহার করবেন।

এর জবাবে মুম্বাই পুলিশের তরফে লেখা হয়েছে, ‘স্যার আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের জরুরি/প্রয়োজনীয় ক্যাটাগরিতে পড়ছে না! দূরত্ব অনুরাগ বাড়িয়ে দেয় আর বর্তমানে আপনি সুস্থ আছেন। আশা করি আপনারা সারাজীবন একসঙ্গে থাকবেন। এটা কেবল একটা ধাপ মাত্র।’

মুম্বাই পুলিশের এই জবাবে মুগ্ধ হয়ে উঠেছে নেট নাগরিকেরা। মাইক্রো ব্লগিং সাইটটির বহু ব্যবহারকারী এই জবাবের প্রশংসা করেছেন। সাতিয়ান ইসরানি নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই কঠিন সময়ে খুবই বিবেচক উত্তর। প্রত্যেক মানুষেরই নিজেদের প্রয়োজনীয়তা রয়েছে। রসাত্মক প্রতিক্রিয়া দিয়ে দয়া করে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকুন আর আমরা আপনাদের সেবার জন্য চিরকৃতজ্ঞ! আপনারা মুম্বাইয়ের যত্ন এমনভাবে নিন, যা আগে কেউ কখনো নেয়নি! আপনারা সকলেই নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকুন।’

উল্লেখ্য, ভারতের করোনা কবলিত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
সর্বশেষ খবর
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল