X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত আরও কমলো

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ২২:৩৯আপডেট : ০৭ জুন ২০২১, ২২:৩৯

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত আরও কমেছে। গত এপ্রিলের পর এই প্রথম সেখানে দৈনিক সংক্রমণ ছয় হাজারের নিচে নামলো। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে পাঁচ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ১৪ এপ্রিলের পর সবচেয়ে কম। ওই দিন রাতে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৯২।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে এক হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। কলকাতায় নতুন শনাক্তের সংখ্যা কমে ৬১০ জনে দাঁড়িয়েছে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুরে দৈনিক শনাক্তের সংখ্যা যথাক্রমে ৪৫১, ৩৬১, ৩৮৪, ৩৪৪, ৩৩৬, ৩৩৫ ও ৩২৩। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ১৯।

দৈনিক সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা হ্রাস পেলেও গত ২৪ ঘণ্টায় ১০৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৩২ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। কলকাতার বাসিন্দা ২৩ জন। এছাড়া জলপাইগুড়িতে ১০, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ছয় জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে পাঁচ জন করে মারা গেছে।

পশ্চিম বর্ধমানে চার, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমানে তিন জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে দুই, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় এক জন করে রোগী মারা গেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৬ হাজার ৩৬২ জন কোভিডে মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে এক লাখ ১৭ হাজার ৫১৬ জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড টেস্ট হয়েছে ৬০ হাজার ১০৯টি। গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় মোট সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৮ শতাংশ।

/এমপি/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা