X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ক্ষমতা থাকলে বিধায়কদের নিয়ে যাক: চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৩:১০আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:২৪

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর থেকেই দলবদল নিয়ে চলছে নানা জল্পনা। এমনকি বিজেপি থেকে নির্বাচিত বিধায়করাও দল বেঁধে তৃণমূলে যোগ দেবেন বলে দাবি রাজ্যের শাসক দলের। সোমবার সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরই সপাটে ব্যাট চালালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, আমাদের বিধায়কদের নিয়ে যান।

বিধানসভা নির্বাচনের ফলে ক্ষমতার কাছাকাছিও পৌঁছাতে পারেনি বিজেপি। তার পর থেকেই দলের অন্দরে শুরু হয়েছে নানা সমীক্ষা। বিধানসভা ভোটের মুখে তৃণমূল থেকে যোগদানকারী একাধিক নেতা তৃণমূলে ফেরার জন্য লাইন দিয়েছেন। তৃণমূলের দাবি, সেই লাইনে রয়েছেন বিধায়করাও।

সোমবারের সাংবাদিক সম্মেলনে এ নিয়ে কথা বলেন অভিষেক। তিনি বলেন, ‘বিধানসভা ভোটের মুখে দল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা আজ তৃণমূলে ফিরতে তৈরি। আবার একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়ী বিধায়করাও তৃণমূলে যোগ দিতে চাইছেন। যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। বিজেপির সঙ্গে থাকতে চাইছেন না তারা। নিজেদের ভুল বুঝতে পেরে তারা আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের কর্মীদের কাছে ক্ষমা চাইছেন।’

অভিষেকের মন্তব্য নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হন দিলীপ ঘোষ। উত্তরে তিনি বলেন, ‘বাস্তবে কী হয়েছে সবাই দেখেছেন। অনেক বিধায়ক-সাংসদরা ওই দল ছেড়ে এসেছেন। আগে নিজের ঘর সামলান। আমি চ্যালেঞ্জ করছি, আমাদের বিধায়দের নিয়ে যান, আমরাও দেখে নেবো।’

রাজনৈতিক মহলের মতে, প্রতিপক্ষের বিরোধিতায় বরাবরই আগ্রাসী দিলীপ বাবু। ভোটের ফল আশানুরূপ না হলেও সেই ঝাঁঝ কমাতে নারাজ তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ