X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গঙ্গাজলে ‘শুদ্ধ হয়ে’ তৃণমূলে ফিরলো ৩০০ বিজেপি কর্মী

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ১৮:১৯আপডেট : ১৯ জুন ২০২১, ১৮:৪১

পশ্চিমবঙ্গের ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। যা তখন অক্সিজেন জুগিয়েছিল গেরুয়া শিবিরকে। তবে নির্বাচনের ফল প্রকাশের পর এবার হিড়িক লাগলো বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার। শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় কমপক্ষে ৩০০ জন বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। একেবারে গঙ্গাজলে ‘শুদ্ধ হয়ে’ তণমূলে ফেরেন তারা। গঙ্গার পানি ছিটিয়ে তাদের দলে বরণ করে নেন বনগ্রাম পঞ্চায়েত প্রধান।

দলবদলকারীরা জানান, কেন্দ্রীয় শাসক দলে যোগ দিয়েও এলাকার উন্নয়ন করতে পারেননি বলে তারা লজ্জিত। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অনশনে বসেছিলেন দলবদলকারীরা। ‘ভুল করেছি’ লেখা প্ল্যাকার্ডও ছিল তাদের হাতে। বনগ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছালে তাদের গায়ে গঙ্গাজল ছিটানো হয়। তারপরই বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়।

দলবদলকারীদের একজন অশোক মণ্ডল বলেন, ‘আমরা এতোদিন বিজেপি করলেও বনগ্রাম অঞ্চলের কোনও উন্নয়ন করতে পারিনি। উল্টো বিভিন্ন বিক্ষোভের জেরে আমাদের জন্যই এলাকার উন্নয়ন বাধা পেয়েছে। তাই আমরা দুঃখিত ও লজ্জিত।’

বিজেপি কর্মীদের দলবদলের ফলে ক্রমশই শক্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আর তার জেরে বেজায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে দাবি বিজেপির। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে কাজের পরিবেশ নেই বলেই লোকজন দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত বলে দাবি ঘাসফুল শিবিরের। জেলার বিজেপি কর্মীদের দলে নিলেও তাদের রীতিমতো বাছাই করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ–সভাপতি অভিজিৎ সিনহা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা