X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ২০:২৬আপডেট : ১৯ জুন ২০২১, ২০:৩৬

করোনার দ্বিতীয় ঢেউ কোনও মতে সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। ঠিক কবে নাগাদ আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ? কতটাই বা অনিবার্য এটি? শনিবার এসব বিষয় নিয়ে কথা বলেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর প্রধান রণদীপ গুলেরিয়া।

রণদীপ গুলেরিয়া বলেন, ‘আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার এই দেশে টিকাদান কর্মসূচি সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মধ্যে সময়ের ব্যবধান বৃদ্ধি কোনও খারাপ প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। রণদীপ গুলেরিয়া বলেন, ‘দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় ঢেউ আসার আগেই সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে কোভিড পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার ওপর নজর দিতে হবে।’

বাস্তবে এখন পর্যন্ত ভারতে টিকা নেওয়ার উপযুক্ত বিবেচিত ৯৫ কোটি মানুষের মধ্যে সম্পূর্ণ ডোজ পেয়েছেন মাত্র ৫ শতাংশ। সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যানস)-এর এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত কম বয়সীদের জন্য কোনও ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।

নারায়ণ হেলথ-এর হৃদরোগ বিশেষজ্ঞ ও কর্ণাটক রাজ্য সরকারের মহামারি মোকাবিলা টিমের উপদেষ্টা ড. দেবী শেঠী বলেন, যদি আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক বেশি হয় তাহলে আমরা প্রস্তুত নই। শেষ মুহূর্তে কিছু করা সম্ভব না। এটি একেবারে ভিন্ন সমস্যা হয়ে দেখা দেবে। কারণ ভারতে শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিট বেডের সংখ্যা খুবই কম। এটি একেবারে বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সূত্র: ইন্ডিয়া টাইমস, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড
ক্যালিফোর্নিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড
কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি