X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভবানিপুরে আক্রান্ত বিজেপির দিলিপ ঘোষ, পাল্টা অভিযোগ তৃণমূলের

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানিপুর আসনের উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা দিলিপ ঘোষ। তৃণমূল কংগ্রেস কর্মীরা ‘ফিরে যাও’ স্লোগান তোলার পাশাপাশি দিলিপ ঘোষকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তবে তৃণমূল পাল্টা অভিযোগ তুলে বলছে, বিজেপি নেতার নিরাপত্তারক্ষীরাই তাদের দিকে বন্দুক তাক করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানিপুর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী থাকতে হলে এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করতেই হবে। বিজেপি সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করে জোরালো প্রচারণায় নেমেছে।

ভবানিপুরের একটি টিকাদান কেন্দ্রের অভ্যন্তরে বাধার মুখে পড়েন দিলিপ ঘোষ। তার অভিযোগ তৃণমূল কর্মীরা তাকে শারিরীকভাবে ধাক্কা দিয়েছে। তবে তৃণমূলের অভিযোগ মানুষকে ভয় দেখাতে বন্দুক তাক করেছে তার নিরাপত্তাকর্মীরা।

তৃণমূলের এক টুইট বার্তায় লেখা হয়েছে, ‘বিজেপি নতুন নিচু খেলায় মেতেছে। প্রকাশ্য দিনের বেলায় জনগণের উদ্দেশ্যে বন্দুক তাক কেন করা হয়? নেতাকে যারা সমর্থন করে না তাদের কি বিক্ষোভের অধিকার নেই? এই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন লজ্জাজনক! ভবানিপুরের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা এটাই!’

নিরাপত্তারক্ষীদের প্রহরায় টিকাকেন্দ্র থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওই এলাকা ত্যাগ করেন দিলিপ ঘোষ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এই ইস্যুতে নির্বাচন কমিশনে যাবো। এটা কোন ধরনের নির্বাচন।’ বিজেপি আইনপ্রণেতা অর্জুন সিং এবং দিলিপ ঘোষকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ এবং ‘বহিরাগত’ স্লোগান দেওয়া হয়। তাদের অভিযোগ এক বিজেপি কর্মীকে পিটিয়েছে তৃণমূল কর্মীরা। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীকে হারাতে শান্তিপূর্ণ মধ্যবিত্ত অধ্যুষিত এলাকায় উস্কানি দিচ্ছে বিজেপি। তিনি বলেন, ‘পরাজয় বুঝতে পেরে বিজেপি উস্কানি দিচ্ছে। তাদের ঘৃণা, মিথ্যা এবং ব্যক্তিগত আক্রমণ ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে মানুষ।’

/জেজে/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম