X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাদককাণ্ডে শাহরুখের ছেলে আরিয়ানের জামিন নাকচ

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ২১:১৯আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:৩৩

মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করেছেন মুম্বাইয়ের একটি আদালত। ২৩ বছর বয়সী আরিয়ানকে আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখা হবে। এদিন ছেলের জামিন শুনানিতে অংশ নেননি বাবা শাহরুখ ও মা গৌরি খান।

আদালতে বিচারক বলেন, আরিয়ান ও অন্য সাত জনের বিরুদ্ধে তদন্তের গুরুত্ব রয়েছে। এটি চালিয়ে যাওয়া উচিত।

এনসিবি ইতোমধ্যে আরিয়ানের ফোন জব্দ করেছে। তাতে মাদক লেনদেন সংক্রান্ত বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন তারা। ব্যুরোর আইনজীবী জানান, ওই সব মেসেজ থেকে আন্তর্জাতিক মাদকচক্রের সূত্র পাওয়া যেতে পারে।

এদিকে আরিয়ানের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন সতীশ মানশিন্ডে। এর আগে একই ধরনের মামলায় রিয়া চক্রবর্তীর হয়ে লড়েছিলেন তিনি। মানশিন্ডে কোর্টে দাবি করেন, তার মক্কেলের কাছ থেকে এনডিপিসি আইনের আওতায় কোনও মাদক জব্দ হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও জামিনযোগ্য। যদিও এনসিবির দাবি, তিন অভিযুক্তের হোয়াটসঅ্যাপ ঘেঁটে প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। তারা জানান, আরিয়ানসহ গ্রেফতারকৃত অন্যদের জিজ্ঞাসাবাদ করলে মাদক কেনাকাটার চ্যানেলটা ধরা পড়বে। এ জন্য অন্তত ৯ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে।

গ্রেফতারের আগে তার জবানবন্দিও ধারণ করেছে ভারতীয় পুলিশ। সেখানে অনুশোচনা প্রকাশ করে আরিয়ান খান বলেন, ‘মাদক নিয়ে ভুল করেছি।’ শনিবার রাতে আরিয়ানকে মুম্বইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরি থেকে আটক করে এনসিবি। 

/এলকে/এফএ/এমওএফ/
সম্পর্কিত
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন