X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউএইচও-এর অনুমোদন পেলো কোভ্যাক্সিন

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২৩:২৪

ভারত বায়োটেকের উৎপাদিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্যাপক টানাপড়েনের পর অবশেষে বুধবার এই স্বীকৃতি মিললো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কোভ্যাক্সিনের স্বীকৃতির জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে দিল্লি। এমনকি জি-২০ শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে সরব হন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশ্বে টিকা বৈষম্য ঘোচাতে সক্ষম ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই পাঁচ বিলিয়ন ডোজ ভ্যাকসিন উন্নয়নশীল দেশগুলোকে দিতে পারবে দিল্লি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় কোভ্যাক্সিন টিকা নিয়ে বিদেশে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছিল ভারতীয়দের। টিকা নিয়েও কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছিল তাদের। এখন ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ায় সেই জটিলতা কাটলো।

এই অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া অবশ্য খুব মসৃণ ছিল না। গত এপ্রিলে ভ্যাকসিনটির অনুমোদনের আবেদন করেছিল উৎপাদক সংস্থা ভারত বায়োটেক। জুলাইয়ে প্রয়োজনীয় তথ্য দিয়েছিল তারা। ওই তথ্যাদিতে উল্লেখ করা হয়েছিল টিকার সুরক্ষা, কার্যকারিতা ও স্থিতিশীলতা। কিন্তু স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিলম্বের ফলে বিদেশে অসুবিধায় পড়েন ভারতীয় পেশাজীবী ও শিক্ষার্থীসহ অন্যরা।

গত সপ্তাহে ডব্লিউএইচও-এর টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ ঝুঁকির বিষয়টি যাচাই করতে বাড়তি ব্যাখ্যা চায়। তখন সংবাদ সংস্থা পিটিআই-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, কমিটি সন্তুষ্ট হলে ২৪ ঘণ্টার মধ্যেই অনুমোদনের সুপারিশ চলে আসবে। অবশেষে বুধবার সংস্থাটির চূড়ান্ত অনুমোদন পেলো কোভ্যাক্সিন।

/এমপি/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড