X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ওমিক্রন আক্রান্ত ভারতীয়ের সংস্পর্শে ২১৮, পাঁচ জনের করোনা

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ০৭:১২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০:৫৯

ভারতের কর্নাটকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই ব্যক্তির খোঁজ মিলেছে। তাদের মধ্যে রয়েছেন ৪৬ বছরের এক ভারতীয় আর ৬৬ বছরের এক বিদেশি। ওমিক্রনে আক্রান্ত ওই ভারতীয়ের সংস্পর্শে মোট ২১৮ জন এসেছেন। ওই ২১৮ জনের মধ্যে পাঁচ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, গত ২২ নভেম্বর ওই ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। জ্বর আর শরীর ব্যথার মতো সামান্যই উপসর্গ ছিল তার। কোভিড পরীক্ষায় সিটি ভ্যালু কম থাকায় তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। এরপর ২৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ২৭ নভেম্বর বাড়ি ফিরে যান তিনি।

এরই মধ্যে ‘কনট্যাক্ট ট্রেসিং’ করে দেখা গেছে, ওই ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসেছেন ১৩ জন। আর পরোক্ষভাবে সংস্পর্শে এসেছেন ২০৫ জন। হাসপাতালের তরফে জানা গেছে, ওই ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে দুই জন কোভিডে আক্রান্ত হয়েছেন। পরোক্ষভাবে যারা সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যেও তিন জনের শরীরে কোভিডের উপস্থিতি মিলেছে।

ওই পাঁচ জন ওমিক্রনে আক্রান্ত কি না, সেটি অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিং করে তা দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পাঁচ জনকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সর্বশেষ খবর
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা