X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোয়ায় কংগ্রেসকে অলআউট আক্রমণ তৃণমূলের

কলকাতা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ২২:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২২:৪২

গোয়ায় সাংবাদিক সম্মেলনে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই গোয়ায় জোট তরজা নতুন মোড় নিল। তৃণমূলের দাবি, তারা বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোটে যথেষ্ট আগ্রহী ছিল। কিন্তু তাদের প্রস্তাবে রাজি হননি গোয়ায় কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা পি চিদাম্বরম। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে চিদাম্বরমকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। 

অভিষেকের অভিযোগ, কংগ্রেস জোটে রাজি হয়নি। উল্টো এখন তারা তৃণমূলের বিরুদ্ধে বিজেপিবিরোধী ভোট ভাগ করার অভিযোগ তুলে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গোয়ায় প্রথম থেকেই একজোট হয়ে লড়াই করতে চেয়েছে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে গত ২৪ ডিসেম্বর বেলা দেড়টা নাগাদ চিদাম্বরমের সঙ্গে দেখাও করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা। সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয় তাদের। কিন্তু তাদের কাছ থেকে কোনও সদর্থক বার্তা আসেনি। অথচ জোট নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস। চিদাম্বরমজিকে সম্মান করি, কিন্তু তিনি মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। উনি বিশিষ্ট আইনজীবী। যদি পবন অসত্য অভিযোগ করেন, তবে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। আর ক্ষমতা থাকলে আমাদের বিরুদ্ধে মামলা করুন, আমরাও আদালতে যাব। আরও নথিপত্র প্রকাশ্যে আনব। জনগণের কাছে তুলে ধরব, কে সত্যি কথা বলছে।’

উল্লেখ্য চল্লিশ আসন বিশিষ্ট গোয়ায় গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সতেরোটি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সরকার গড়তে পারেনি। পরে কংগ্রেসের প্রায় সব বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক। তিনি বলেন, ‘ওদের এখন এমন অবস্থা হয়েছে যে সাংবাদিক বৈঠকে প্রকাশ্যেই বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবীস বলছেন, তারা কংগ্রেস নেতা প্রতাপসিংহ রাণেকে গেরুয়া  শিবিরে স্বাগত জানিয়েছেন। গোয়ায় কংগ্রেস পরীক্ষিত। ক্ষমতার কাছে এসেও ক্ষমতা ধরে রাখতে পারেনি ওরা। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া।’

কংগ্রেসের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে তিনি বলেন, ‘বিজেপিকে হারাব- এটা মুখে বলা এবং বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করে হারানোর মধ্যে আকাশ-পাতাল তফাত আছে। শুধু মুখে বলছে আমি এটা করব, সেটা করব। কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে ব্যর্থ হচ্ছে। তাই সেই কথার কোনও গুরুত্ব নেই।’

প্রসঙ্গত, পি চিদাম্বরম তৃণমূলের সঙ্গে জোটের প্রস্তাবকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েও পরে তা উড়িয়ে দেন। তিনি উল্টো নাম না করে চাপ বাড়ানোর জন্য তৃণমূলের উদ্দেশে বলেন, ‘কোনও দল যদি কংগ্রেসকে সমর্থন জানাতে চায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি।’ বিজেপি বিরোধিতায় গোয়ায় ‘বড় দাদা’ একমাত্র কংগ্রেসই, সেটাই বলতে চেয়েছিলেন তিনি।

/এএ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত