X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পেট্রাপোল সীমান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রক্তিম দাশ, কলকাতা
২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৯

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পেট্রাপোল সীমান্তে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছর এই দিনটিতে দুই দেশের ভাষাপ্রেমী মানুষেরা দেশভাগের কাঁটাতার উপেক্ষা করে একত্রিত হন। নোম্যান্সল্যান্ডে শহীদ বেদীতে মালাদান করে, যৌথ উদ্যোগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবার করোনা পরিস্থিতির কারণে কিছুটা ব্যতিক্রম হয়েছে। দুই দেশে আলাদা ভাবে অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে দিবসটি।

কোভিড প্রটোকল এবং প্রশাসনিক নির্দেশে এই বছর দুই পারে দুদেশের মানুষ মিলিত হয়ে দিনটি উদযাপন করতে পারেননি। কিন্তু ভিন্নভাবে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

এদিন সকালে ছয়ঘড়িয়া পঞ্চায়েত -এর পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, তৃণমূলের দলনেত্রী আলোরানী সরকার,  ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পাশাপাশি বাংলাদেশের জনপ্রতিনিধিরাও আসেন। সকলেই মালা ও মিষ্টি নিয়ে উপস্থিত হন। শহীদ বেদীতে যৌথভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মাল্যদান করেন তারা।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় ভারত ও বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। ভাষা দিবসের উদযাপন অনুষ্ঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও এ দেশের মুখ্যমন্ত্রীর মধ্যে এক অটুট সম্পর্কের ভিত্তি স্থাপন করেন। যার ফল হিসেবে প্রতি বছর এই দিনটিতে দুই দেশ একত্রিত হন। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি কারণে এই বছরটা সম্ভব হয়ে উঠেনি।

/জেজে/
সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ