X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি

রক্তিম দাশ, কলকাতা
২৪ এপ্রিল ২০২২, ২১:৩৩আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২২:১৮

শনিবার সকাল ১১টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ১১টায় তা ৩৮-এর ঘরে চলে যায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দুপুরে যখন সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় তা প্রায় ৪০ ছুঁই ছুঁই ছিল। চিকিৎসকরা বলছেন, এই ধরনের আবহাওয়ার সঙ্গে কলকাতা বা সংলগ্ন জেলাগুলো খুব একটা অভ্যস্ত নয়। ফলে সতর্ক থাকতে হবে।

পশ্চিমবঙ্গের ২/৩টি জেলা বাদ দিলে বৃষ্টির ছিটেফোঁটাও নেই। উল্টে গরমের চোখ রাঙানিতে তটস্থ দক্ষিণবঙ্গ। সকাল ১১টার পরই রবিবার ৪০ পার করেছে পশ্চিমাঞ্চলের একাধিক জায়গার তাপমাত্রা। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বাঁকুড়ায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

ইতোমধ্যে আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তিন জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায়। বেলা বাড়তেই আগুন হাওয়া, লু’র দাপট জেলায় জেলায়। কলকাতাও ঘেমে নেয়ে একাকার। আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টো গরম হাওয়া, লু বইবে বিভিন্ন জেলায়। উত্তর ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে ঢুকবে এই হাওয়া।

ফলে শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই নয়, অন্য জেলাতেও বইবে লু। রবিবার সকাল থেকেই টের পাওয়া গেছে কলকাতায়ও তীব্র গরম। গরম হাওয়া গায়ে লাগলে মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে। আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকলেও মঙ্গলবার থেকে আরও চারটি জেলা তালিকায় যুক্ত হবে। অর্থাৎ মোট সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হচ্ছে।

পশ্চিমাঞ্চল বাদ দিলে সাধারণত দক্ষিণবঙ্গের মানুষ ভ্যাপসা গরমের সঙ্গে অভ্যস্ত – দিনভর ঘাম, চিটচিটে ভাব। কিন্তু এমন শুকনো হাওয়ার দহনে অভ্যস্ত নয় কলকাতা। ২০১৬ সাল থেকে কলকাতায় গ্রীষ্মকালে একদিনও ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোয়নি। কিন্তু রবিবার, সোমবার, মঙ্গলবারের মধ্যে সেই পরিস্থিতিও তৈরি হয় কিনা নজর আবহাওয়া অফিসের।

এমন পরিস্থিতিতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, রাস্তায় বেরোলে রোদ চশমা, মাথা, মুখ ঢেকে বেরোনো দরকার। প্রয়োজন প্রচুর জল পান করা। ফ্রিজের ঠান্ডা পানির বদলে স্বাভাবিক তাপমাত্রার পানি খেতে বলছেন তারা। কারণ এই গরমে ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি।

চিকিৎসকরা বলছেন, বাচ্চাদের বিশেষ যত্ন নিন। টক দই থাকুক প্রতিদিনের খাদ্য তালিকায়। শশা, তরমুজও নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

/এএ/
সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ