X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল 

রক্তিম দাশ, কলকাতা
০২ মার্চ ২০২৩, ১৫:৩৭আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৫:৪৭

গঙ্গার পানি বন্টন চুক্তি মোতাবেক ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশকে যে পরিমাণ পানি ছাড়ার কথা ছিল, সেই অনুযায়ী পানি যাচ্ছে কি না তা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এলো বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।   

প্রতিনিধি দলটি বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধে (ব্যারেজ) পৌঁছায়। সেখানে ফারাক্কা বাঁধ ও পানি সরবরাহের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর উভয় দেশের প্রতিনিধিরা ফারাক্কার ডাউন স্ট্রিম নৌকায় করে পরিদর্শন করেন। 

কলকাতা ও ফারাক্কায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮০তম বৈঠকের অন্যতম বিষয়- ফারাক্কা বাঁধ পরিদর্শন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই বৈঠকের অন্যতম এজেন্ডা হলো, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যে পানি ফারাক্কার বাঁধ প্রকল্প থেকে ছাড়ার কথা, সেই অনুযায়ী ছাড়ছে কি না, তা পরিদর্শন করা।

এ ছাড়া দুই দেশের মধ্যে প্রবাহমান অভিন্ন নদীর পানি বন্টনসহ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা হবে প্রতিনিধিদের মধ্যে। 

 

ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল 

 

ভারতীয় প্রতিনিধি দলে উপস্থিত আছেন, ফারাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর.ডি দেশপান্ডে, রাজেশ কুমার, অজিত কুমারসহ প্রকল্পের কর্মকর্তারা।

অন্যদিকে, বাংলাদেশের পাঁচ প্রতিনিধি দলে ছিলেন মো.আবুল হোসেন, শ্রী অতুল জৈন, মো. মাহমদুর রহমান, মো. মহমোদুল হক এবং মো. রায়দুর রহমান। 

পরিদর্শন শেষে ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনেরাল ম্যানেজার আর. ডি দেশপান্ডে বলেন, ‘চুক্তি অনুযায়ী ভারত থেকে পানি সরবরাহ করা হচ্ছে বাংলাদেশে।’

চুক্তি অনুযায়ী পানি সরবরাহে কোনো অসুবিধা নেই বলে জানান ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্মকর্তা রাজেশ কুমার।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিতে সই করেন। দিল্লির হায়দরাবাদ হাউসে সই হওয়া এ চুক্তি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানির সরবরাহে নিশ্চিত করা।

/এসপি/
সম্পর্কিত
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ