X
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৩ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ থেকে পাচার হওয়া ৫ কেজি সোনা উদ্ধার করলো বিএসএফ

রক্তিম দাশ, কলকাতা
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:২৮

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৮২৯ গ্রাম ওজনের দুটি বড় ও ৩০টি ছোট সোনার বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় চোরাচালান চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সোনাগুলোর আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার রুপি।

বিএসএফ বলছে, এক ভারতীয় চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। সে সোনাসহ হাতেনাতে ধরা পড়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি বিকাল ৩টার দিকে তিন জন পাচারকারী ইছামতি নদী (আন্তর্জাতিক সীমানা) থেকে বন্য ঘাস এবং বাঁশের ঝোপের ঘন বনের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে। তারা গোপনে ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল। চোরাকারবারিদের দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিএসএফ সদস্যরা। এসময় প্রসেনজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া কাপড়ের বেল্ট খুলে স্কচটেপে প্যাঁচানো অবস্থায় দুটি বড় ও ৩০টি ছোট সোনার বার উদ্ধার করা হয়। প্রসেনজিৎ মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালদার পাড়ায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রসেনজিৎ জানিয়েছে, আংরাইলের ঘোষপাড়া গ্রামের এক ব্যক্তি তার বাড়িতে আসেন এবং বাংলাদেশ থেকে সোনা আনার প্রস্তাব দেয়। এরপর দুজনে ইছামতি নদীর তীরে পৌঁছালে অন্য দুজনের সঙ্গে দেখা হয়। তাকে একটি মোবাইল ফোন বহন করতে বলা হয়েছিল, যাতে তাকে পাচারকারীরা সহায়তা করতে পারে। এছাড়াও বিএসএফ সেন্ট্রির কার্যকলাপ ও চলাচলের ওপর গভীর নজর রাখতে এবং ফোনে তাকে অবহিত করতে পারে। ইছামতি নদী সাঁতরে পার হয়ে সেখানে আসে এক বাংলাদেশি। তীরে তার হাতে সোনা তুলে দিয়ে আবার দেশে ফিরে যায়।’ 

ওই তিন জন সোনা নিয়ে ভারতের দিকে ফিরে যাওয়ার সময় তাকে ফোনে জানানো হয়, বিএসএফ সদস্যরা তাদের দেখে ফেলেছে। দ্রুত তাদের পালিয়ে যেতে বলা হয়। এতে দুজন পালিয়ে গেলেও সে ধরা পড়ে যায়। টাকার বিনিময়ে তাকে এ কাজ করতে বলা হয়েছে বলেও জানায় প্রসেনজিৎ।

গ্রেফতারকৃত চোরাকারবারি এবং জব্দ করা সোনা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতার ডিআরআইর কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ কে আর্য বলেন, ‘চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে।’ সীমান্তের বাসিন্দাদের সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বরে তথ্য দেওয়ারও অনুরোধ জানান তিনি।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারের ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ
রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে হামলাকলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বিজেপির
সর্বশেষ খবর
সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
‘মিথ্যা সাক্ষ্য’ দিতে এসে আদালতে ধরা, সেফ কাস্টডিতে প্রেরণ
‘মিথ্যা সাক্ষ্য’ দিতে এসে আদালতে ধরা, সেফ কাস্টডিতে প্রেরণ
কর্মদিবসে সড়কে সমাবেশ না করার অনুরোধ ডিএমপি কমিশনারের
কর্মদিবসে সড়কে সমাবেশ না করার অনুরোধ ডিএমপি কমিশনারের
খামেনি কোথায় লুকিয়ে জানি, এখনই হত্যা করবো না: ট্রাম্প
খামেনি কোথায় লুকিয়ে জানি, এখনই হত্যা করবো না: ট্রাম্প
সর্বাধিক পঠিত
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে
ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে
রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে কবে
রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে কবে
জামায়াতের অনুপস্থিতির বিষয়ে যা বললেন প্রেস সচিব
ঐকমত্য কমিশনের বৈঠকজামায়াতের অনুপস্থিতির বিষয়ে যা বললেন প্রেস সচিব
‘ভয় দেখিয়ে জুলাই গণহত্যার বিচার থেকে দূরে সরানো যাবে না’
‘ভয় দেখিয়ে জুলাই গণহত্যার বিচার থেকে দূরে সরানো যাবে না’