X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলন

উমর-অনির্বাণের জামিন শুনানি স্থগিত

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৭:৪৮আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:৪৮

দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার হওয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই ছাত্র উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের জামিন আবেদনের শুনানি শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেছেন আদালত। দিল্লি পুলিশ ওই দুই শিক্ষার্থীর জামিনের তীব্র বিরোধিতা করে। এদিকে, এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান প্রোক্টর।

উমর খালিদ ও অনির্বাণ চট্টোপাধ্যায়

মঙ্গলবার দুই শিক্ষার্থী জামিন আবেদন করেন। বুধবার শুনানি শেষে বিচারক শুক্রবার পর্যন্ত তা স্থগিত রাখেন। জামিন আবেদনে উমর ও অনির্বাণ উল্লেখ করেন, একই অভিযোগে গ্রেফতার হওয়া কানহাইয়া কুমার জামিন পেয়েছেন। তাছাড়া তাদের আর পুলিশ কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তাই তাদের জামিন পাওয়া উচিত।

এই দুই শিক্ষার্থীর জামিনের বিরোধিতা করে দিল্লি পুলিশ দাবি করে, কানহাইয়া কুমারের চাইতে এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ অনেক মারাত্মক। আদালতে পুলিশ জানায়, যে অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানের আয়োজক এই দুজন। ৯ ফেব্রুয়ারির অনুষ্ঠান কানহাইয়া কুমার আয়োজন করেননি। কানহাইয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের চাইতে এদের বিরুদ্ধে আনা অভিযোগের পার্থক্য রয়েছে। তাই এদের জামিন দেওয়া যায় না।

এদিকে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠান আয়োজনের জন্য কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে। তবে শেষ পর্যন্ত ওই সুপারিশ কার্যকর হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন উপাচার্য এম জগদীশ কুমার ও চিফ প্রোক্টর এ ডিমরি।

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ