X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

স্ত্রীর চেয়েও গরুকে ভালোবাসেন এক ভারতীয় মুসলিম!

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৯:৩২আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৯:৩২

ভারতজুড়ে ‘গরু’ বিতর্ক। গো-মাংস খাওয়া নিয়ে তৈরি হয়েছে পক্ষ-বিপক্ষ। গরুর মাংস খাওয়ার গুজবেই উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রাণ দিতে হয়েছে বেশ কয়েকজনকে। এই তো গত শুক্রবারই ঝাড়খণ্ডের রাঁচিতে দুই মুসলমান গরু ব্যবসায়ীকে ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’ পিটিয়ে হত্যা করে তাদের লাশ গাছে ঝুলিয়ে রাখে। এমন পরিস্থিতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ১৩ বছর আগের গরুপ্রেমী এক মুসলিম ব্যক্তির কাহিনী সামনে তুলে নিয়ে এসেছে। যে কাহিনী আফাক আলী ওরফে মুন্নার। ঘটনাটির মহাত্ম হচ্ছে, গরুর প্রতি ভালোবাসার জন্য মুন্না নিজের স্ত্রীকেই ছেড়ে দিয়েছেন।

গরুপ্রেমী আফাক আলী মুন্না

ঘটনাটির সময়কাল ২০০১ সাল। বিয়ের পিঁড়িতে বসেন আফাক আলী এবং আফরোজ জাহান। কিন্তু কিছুদিন সংসার করার পরই আফরোজ অশান্ত হয়ে ওঠেন। কারণ, আর কিছু নয়। তার স্বামী আফাক আলী সব সময় গরু নিয়ে চিন্তায় ব্যস্ত থাকেন। এমনকি তিনি মনে করেন, স্ত্রীর চেয়ে স্বামী গরুকেই বেশি ভালোবাসেন। এভাবে কিছুদিন চলার পর রাগান্বিত স্ত্রী আফাক আলীর সামনে ভয়ংকর এক প্রশ্ন ছুঁড়ে দেন। আফরোজের দাবি,  আফাককে গরু অথবা স্ত্রী, যেকোনও একটিকে বেছে নিতে হবে। আফাক স্ত্রীর পরিবর্তে বেছে নিলেন গরুকেই। এমন সিদ্ধান্তের গ্রামের পঞ্চায়েতও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু গরুর প্রতি ভালোবাসায় অটল থেকে তিনি স্ত্রীকে ফিরিয়ে আনা থেকে বিরত থাকেন। 

এই ঘটনার পর ১৩ বছর পেরিয়ে গেছে। বর্তমানে আফাক আলীর বয়স ৫৫ বছর। এখনও একাই আছেন। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমি স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেলাম। তবে এটা অন্যকোনও নারীর প্রতি ভালোবাসা থেকে নয়। গরুর প্রতি ভালোবাসার জন্য।’

আফাকের চাচাতো ভাই আনোয়ার জানান, এখন তার (আফাক) ১৪টি গরু আছে। ১৫ বছর বয়সে তিনি প্রথম গরুটি কিনে আনেন।

গরুর প্রতি যত্নের বিষয়ে আফাক আলী বলেন, ‘আমি তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করাই। সাধারণ রোগের চিকিৎসা সম্পর্কে আমার জানা আছে।’

তিনি বলেন, ‘এটা আমার ব্যবসা হলেও গত ত্রিশ বছর ধরে তাদের সঙ্গে থেকে নিজেকে ধন্য মনে করছি। গ্রামবাসীরা গরুর প্রতি আমার ভালোবাসা ও ত্যাগের প্রশংসা করেন। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার ঘটনার জন্য কোনও কোনও আত্মীয়-স্বজন সমালোচনাও করেন। কিন্তু আমি নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত নই। তাদের নিয়েই আমি শান্তিতে আছি।’

পরিবেশবাদীকর্মী রাজীব চৌহান আফাক আলীকে অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গরুর প্রতি তার ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ৫৫ বছর বয়সেও তিনি একাগ্রতার সঙ্গে গরুর সেবা করে যাচ্ছেন।’

ঘটনাটি ১৩ বছর পুরনো হলেও সম্প্রতি ভারতে গো-রক্ষার নামে কথিত গরু জবাই ও গরুর মাংস খাওয়ার ‘অপরাধে’ কিছু উগ্র হিন্দুগোষ্ঠী যখন মুসলিমদের ওপর হামলা চালাচ্ছে। তখন জীবের প্রতি মানুষের ভালোবাসার এই গল্পটি এক ভিন্ন চিত্রের কথা মনে করিয়ে দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/এএ/

সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত