X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের, ‘উন্মত্ততা’ বলছে কারাকাস

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১৬:৪৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:৪৮

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের, ‘উন্মত্ততা’ বলছে কারাকাস ভেনেজুয়েলায় সংকট নিরসনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ‘বিপন্ন মানুষ’দের বাঁচাতে অনেকগুলি প্রক্রিয়ার মধ্যে সামরিক প্রক্রিয়াটির কথাও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের বক্তব্যকে ‘উন্মত্ত আচরণ’ হিসেবে দেখছে কারাকাস।

প্রেসিডেন্ট মাদুরোর এক ডিক্রির আওতায় গত ৩০ জুলাই ভেনেজুয়েলাতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস এ গণপরিষদের বিরোধিতা করেছে। পোপসহ আন্তর্জাতিক নেতাদের অনেকেও এ গণপরিষদের নিন্দা জানিয়েছেন। সেই উত্তেজনার মধ্যেই ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেন।

সমালোচকদের অভিযোগ, এ গণপরিষদের মধ্য দিয়ে মাদুরো তার ক্ষমতাকে বিস্তৃত করতে এবং বিরোধীদের কোনঠাসা করতে চাইছেন। শুক্রবার এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। সম্প্রতি আয়োজিত গণভোটের পর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে বেশকিছু মানুষ হতাহত হয়।

শুক্রবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোকজন কষ্টের মধ্যে আছে এবং মারা যাচ্ছে। ভেনিজুয়েলার জন্য আমাদের হাতে অনেক অপশন আছে। এর মধ্যে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের বিষয়টিও বিবেচনাধীন আছে।

ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের অভিলাষকে ‘উন্মত্ততা’ বলেছে হুগো শাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়া বামপন্থী নেতা নিকোলা মাদুরোর প্রশাসন। ট্রাম্পের ওই বক্তব্যকে ‘উন্মত্ত আচরণ’ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। মাদুরো ও তার কয়েকজন মিত্রের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা জারি রয়েছে। হোয়াইট হাউস দাবি করেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও মাদুরো শুক্রবার ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলার অনুরোধ জানিয়েছেন।

ভেনিজুয়েলার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানোর অভিযোগ তুলে মার্কিন প্রশাসন মাদুরোকে একজন একনায়ক হিসেবেও অভিহিত করেছে। এর আগে নতুন গণপরিষদের ভাষণে ট্রাম্পের সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন মাদুরো । তবে তার বক্তব্যের বাকি সময়গুলোতে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানই ব্যক্ত করেছেন। বরাবরের মতো যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রশাসন তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। মাদুরো বলেন, ‘আমরা কখনও বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করব না।’

আমেরিকান আদালতের শরণাপন্ন হয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করবেন বলেও জানান মাদুরো। পরে হোয়াইট হাউস অভিযোগ করে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ভেনিজুয়েলার সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে, রাজনৈতিক বন্দিদের ছেড়ে দিতে এবং মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন বন্ধে মাদুরোর প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। কিন্তু মাদুরোর সরকার ট্রাম্পের এসব আহ্বানে সাড়া দেয়নি।

বৃহস্পতিবার গণপরিষদে দেওয়া ভাষণে মাদুরো দাবি করেন এ পরিষদ প্রেসিডেন্সিসহ সরকারের সকল শাখায় কর্তৃত্ব করতে পারবে। সংবিধান পুনর্লিখনের ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রকে একত্রিত করার মধ্য দিয়ে এ পরিষদ শান্তি প্রতিষ্ঠা করবে বলেও দাবি করেন মাদুরো। সূত্র: বিবিসি, রয়টার্স।

/বিএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা