X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬

চিলির মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই দাবানলে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। দাবানলের থাবায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শনিবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে কর্তৃপক্ষ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিপর্যয়ের কারণে চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, শুষ্ক আবহাওয়া ও  ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে দাবানলের সৃষ্টি হয়েছে। আগুনে ৫১ জন নিহত হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

দাবানল ছড়ানোর ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে কর্তৃপক্ষ জানিয়েছে, বনে ছড়িয়ে পড়া এই দাবানল এখন শহরাঞ্চলের দিকে আসছে। আগুন জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

আগুনের হাত থেকে জনবসতিপূর্ণ এলাকা রক্ষা করতে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন যাতে লোকালয়ে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি পরিষেবাকর্মীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।

দাবানলের প্রভাব উল্লেখ করে চিলি কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে পর্যটক প্রিয় উপকূলীয় নগরী ভিনা দেল মার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

প্রতিবেদন থেকে জানা গেছে, চিলিতে মাঝে মধ্যেই দাবানল দেখা যায়। গত বছরও দেশটিতে দাবানলে চার লাখ হেক্টরের বেশি ভূমি পুড়ে যায়। প্রাণ হারান ২৭ জন মানুষ। এবার গত বছরের তুলনায় অনেক কম এলাকা দাবানলে জ্বলছে। কিন্তু আগুন এবার অনেক দ্রুত ছড়াচ্ছে।

শুক্রবার থেকে শনিবারের মধ্যে আগুন ৩০ হাজার হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টরে ছড়িয়ে পড়েছে। আর সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে কোথাও কোথাও আগুন শহরের খুব কাছে জ্বলছে এবং ছড়িয়ে পড়ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন