X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আইএসের দখল থেকে ‘পুরোপুরি মুক্ত’ ফালুজা: ইরাকি সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৬, ২১:৩৭আপডেট : ২৬ জুন ২০১৬, ২২:১৪

ফালুজা দখলের পথে ইরাকি বাহিনী ইরাকের গুরুত্বপূর্ণ শহর ফালুজা এখন ইসলামিক স্টেট (আইএস) দখল থেকে ‘পুরোপুরি মুক্ত’ বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক কমান্ডার। তিনি জানিয়েছেন, শহরটিতে আইএস-এর সর্বশেষ ঘাঁটিও পুনরুদ্ধার করেছে ইরাকের সেনাবাহিনী।

রবিবার (২৬ জুন) ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল-ওয়াহাব আল-সাদী জানান, ফালুজার সর্বশেষ আইএস ঘাঁটিটিও এখন ইরাকি বাহিনীর দখলে। শহরটিতে আইএস-এর আর কোনও অবস্থান নেই বলে তিনি দাবি করেন।

আল-সাদী বলেন, ‘মে মাসের শেষের দিকে শুরু হওয়া অভিযানটি সম্পন্ন হয়েছে। শহরটি এখন পুরোপুরি মুক্ত।’ এ সময়ে ইরাকি সেনাদের ফাঁকা গুলি করে উল্লাস করতে এবং ইরাকি পতাকা উড়াতে দেখা যায়। তবে এই অভিযানে ক্ষয়-ক্ষতির বিস্তারিত হিসেব এখনও জানা যায়নি।

চলতি মাসের শুরুতে ইরাকের সেনারা ফালুজার সিটি কাউন্সিল ভবনে ইরাকের পতাকা ওড়ানোর পর প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি শহরটি ‘দখলমুক্ত’ বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তখনও শহরের মাত্র এক-তৃতীয়াংশই মার্কিন সমর্থিত ইরাকি বাহিনীর দখলে এসেছিল বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন। 

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমের এই শহরটি ২০১৪ সালে আইএস দখল করে। চলতি বছরের মে মাসে শহরটি পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করে ইরাক বাহিনী এবং শিয়া মিলিশিয়ারা। তবে এখনও ইরাকের মসুল শহরটি আইএস-এর দখলে রয়েছে।

২৩ মে থেকে শুরু হওয়া ফালুজা অভিযানে ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তাদের অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন। যে কোনও সময় মানবিক বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কান্সিলের মুখপাত্র কার্ল শেমব্রি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে প্রায় ৩৪ লাখ ইরাকি ঘরছাড়া হয়েছেন।  সূত্র: আলজাজিরা।

/এসএ/এএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত