X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইরাকে আইএসের বোমা হামলায় নিহত ১০

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৬, ২৩:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২৩:৪৭

ইরাকে আইএসের বোমা হামলায় নিহত ১০ ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো এক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। রবিবার এ হামলার ঘটনা ঘটে।  ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

বাগদাদের জাদিদা এলাকায় শিয়া মুসলিমদের কাছে শ্রদ্ধেয় হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের ওফাত বার্ষিকীতে অংশগ্রহণকারীদের জন্য নির্মিত একটি বিশ্রাম তাঁবুর পাশে এ হামলা হয়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এক চিকিৎসা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমাটি ছিলো রাস্তার পাশে পেতে রাখা বোমা। হামলাটি আত্মঘাতী ছিল না।

তবে আইএসের এক বিবৃতিতে দাবি করা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিকে, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএস জানিয়েছে, ২০১৫ সালের জানুয়ারিতে যখন আইএস সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ দখল করে ফেলে, সেই তুলনায় তা বর্তমানে ২৮ শতাংশ কমে এসেছে।

আইএইচএস বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি বছরের প্রথম নয় মাসে আইএস নিয়ন্ত্রিত এলাকা ৭৮ হাজার বর্গ কিলোমিটার থেকে কমে আসে ৬৫ হাজার ৫০০ বর্গ কিলোমিটারে, যার আয়তন প্রায় শ্রীলঙ্কার সমান।

তবে গত তিন মাসে জঙ্গি সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা হারানোর গতি কমে আসে। চলতি বছরের জুলাই থেকে মাত্র দুই হাজার ৮০০ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

আইএইচএস-এর তথ্যমতে, রাশিয়া আইএস-এর ওপর বিমান হামলা শুরুর পরই তারা বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাতে থাকে। তবে সম্প্রতি রাশিয়া আইএস-এর ওপর বিমান হামলা কমিয়ে আনলে তাদের নিয়ন্ত্রিত এলাকা হারানোর গতিও কমে আসে। বছরের শুরুতে প্রায় ২৬ শতাংশ হামলার লক্ষ্যবস্তুই ছিল আইএস। যা পরে ১৭ শতাংশে কমে আসে। সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ