X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘পুনরুদ্ধার যুদ্ধে হুমকিতে মসুলের শিশুরা’

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ২৩:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২৩:৪৯

‘পুনরুদ্ধার যুদ্ধে হুমকিতে মসুলের শিশুরা’ ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধার যুদ্ধে হুমকির পড়বে শহরটির শিশুরা। আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার চাইল্ড ও ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, মসুলের যুদ্ধে সাধারণ নাগরিকদের সঙ্গে সঙ্গে ভয়াবহ হুমকিতে পড়ে যাচ্ছে শিশুরাও। এর আগে আরেক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেনও একই আশঙ্কার কথা জানিয়েছিল।

ওয়ার্ল্ড ভিশনের উত্তর ইরাকের রেসপন্স ম্যানেজার খলিল স্লেম্যান বলেন, ‘আমরা ইতোমধ্যেই গত দুই বছরে মসুল থেকে পালিয়ে যাওয়া ৫ লাখ মানুষকে সহায়তা দিচ্ছি। এখন আবার নতুন করে শিশুসহ প্রচুর পরিবার আসছে, যারা যুদ্ধের কারণে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে।’ 

ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, আইএসের দখলদারিত্ব উৎখাতের সঙ্গে সঙ্গে শিশুদের নিবন্ধনের তথ্যাসহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। পিতাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলো আরও প্রান্তিক হয়ে পড়ছে বলেও জানায় সংস্থাটি।  

ওয়ার চাইল্ড জানিয়েছে, যুদ্ধে আক্রান্ত হাজার হাজার শিশুকে সহায়তা দেওয়ার জন্য তারা বিশেষ সেবা ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভ্রাম্যমাণ দলও রয়েছে।

ওয়ার চাইল্ডের যুক্তরাজ্যের পরিচালক সামিনা গুল বলেন, ‘আমাদের কর্মীরা যুদ্ধে আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছে। শিশুরা মানসিক চাপ ও যৌন হয়রানির শিকার এবং মিলিশিয়া বাহিনীতে নিযুক্ত হচ্ছে প্রচুর শিশু। ওয়ার চাইল্ড এই শিশুদের বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চায়।’   

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়ছে, এ আক্রমণ অন্তত ১ লাখ ইরাকিকে সিরিয়া ও তুরস্ক ছেড়ে পালাতে বাধ্য করতে পারে। এ জন্য সংস্থাটি ৬১ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা চেয়েছে।

প্রসঙ্গত, মসুলে প্রায় বিশ লাখ মানুষের বাস। ২০১৪ সালের জুন মাসে জঙ্গিদের হাতে মসুল নগরীর পতন হয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরী আইএসের হাত থেকে মুক্ত করার জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল। সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/ইউআর/এএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস