X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাক্কার নিটকবর্তী আইএসের বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিলো সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৭:০৫আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:০৭

রাক্কা শহরের দিকে এগিয়ে যাচ্ছে সিরীয় বিদ্রোহীদের জোট সিরিয়ার রাক্কা শহরের কাছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)-এর দখলে থাকা একটি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত সিরীয় কুর্দি ও আরব যোদ্ধারা। আইএসের তথাকথিত রাজধানী রাক্কা থেকে তাদের হটিয়ে দেওয়ার লড়াইয়ে বিমানঘাঁটিটি দখল বিদ্রোহী জোটের বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) এর মুখপাত্র তালাল সেলো জানান, আইএসের দখলে থাকা তাবকা বিমানবন্দর  নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা নগরীটির দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো জোট বাহিনীর এই চলমান অভিযানে ওই এলাকায় আটকা পড়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজেরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জোট বাহিনীর বিমান হামলায় গত সপ্তাহে অন্তত ৮৯ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

২০১৪ সালে সিরিয়ার সেনাবাহিনীকে হটিয়ে তাবকা বিমানঘাঁটি দখলে আইএস। দখলের সময় বন্দি সিরীয় সেনাদের ওপর বর্বর হত্যাকাণ্ড চালায় আইএস যোদ্ধারা।

এর আগে তাবকা ড্যাম ভেঙে পড়ার খবরে ব্যাপক বন্যার সতর্কতা জারি করা হয়েছিল। অবশ্য সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ড্যামটি এখনও অক্ষত আছে। আইএস দাবি করেছিল, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ড্যামটি। যদিও যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে।

সিরিয়ার ষষ্ঠ বৃহত্তম শহর রাক্কা।  ২০১৪ সালে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আইএস। শহরটিকে জঙ্গি এ সংগঠন নিজেদের খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। যুদ্ধ শুরু হওয়ার আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ২ লাখ ২০ হাজার। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা