X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

তুরস্কে ব্যর্থ অভ্যূত্থান চেষ্টায় জড়িতদের গণবিচার শুরু

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৭, ২৩:১০আপডেট : ২২ মে ২০১৭, ২৩:১১

তুরস্কে ব্যর্থ অভ্যূত্থান চেষ্টায় জড়িতদের গণবিচার শুরু গত বছর জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যূত্থান চেষ্টায় জড়িত কয়েকশ মানুষের গণবিচার শুরু হয়েছে তুরস্কে। সোমবার দেশটির রাজধানী আংকারার কাছের একটি এলাকায় এ বিচার শুরু হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অভ্যূত্থান চেষ্টায় জড়িত অভিযোগে ২২১ জনের বিচার শুরু হয়েছে। এদের বেশিরভাগই সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। এর মধ্যে ২৭ জন সাবেক জেনারেল রয়েছেন। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

বিচারের সময় তাদেরকে কোর্ট প্রাঙ্গনে একসঙ্গে যেতে বাধ্য করা হয়। এসময় সরকার সমর্থিতরা তাদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার দাবি জানান। তুরস্কের সংবিধানে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান না থাকায় সংবিধান সংশোধনেরও দাবি জানান এরদোয়ানপন্থীরা।

গণবিচারের প্রধান আসামি ছিলেন বিমানবাহিনীর সাবেক কমান্ডার জেনারেল আকিন ওজটুর্ক। বাকিরা তথাকথিত পিস অ্যাট হোম কাউন্সিলের সদস্য। এই গ্রুপের পক্ষ থেকেই টেলিভিশনে অভ্যূত্থানের ঘোষণা পাঠ করা হয়েছিল।

অভ্যূত্থান চেষ্টার মামলায় প্রধান আসামি যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেন। তিনি অভ্যূত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৫ জুলাই অভ্যূত্থান চেষ্টায় তারা ২৫০জন বেসামরিক নাগরিককে হত্যা করেছেন।

অভ্যূত্থান চেষ্টার পর তুরস্কে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান। তৃতীয় দফা মেয়াদ বৃদ্ধির পর এখনও জরুরি অবস্থা জারি রয়েছে।

এদিকে, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন এরদোয়ান। তুরস্কের সংবিধানে প্রেসিডেন্ট হতে গেলে দলীয় পদ ছাড়ার আবশ্যিক বিধান জারি ছিল। দলীয় শীর্ষ পদ ধরে রাখতে তিনি সংবিধান পরির্তনে গণভোট আয়োজনের করেন। এপ্রিলের সেই গণভোটে বিজয়ী হয়ে প্রেসিডেন্টের ক্ষেত্রে জারি থাকা দলীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সমর্থ হন। এই পটভূমিতেই তিনি আবারও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা নির্বাচিত হলেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?