X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনলেন সৌদি বাদশা

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১৭:০০আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৭:০০

সৌদি আরবে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদ-পদল করা হয়েছে। বেশ কয়েকটি রাজ আদেশে নিরাপত্তা ব্যবস্থায় জড়িত পদগুলোতে এসব পরিবর্তন এনেছে সৌদি বাদশা সালমান। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন। ধারণা করা হচ্ছে, দেশটির ৩২ বছর বয়সী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের অবস্থান আরও শক্তিশালী করার জন্য এসব রদ-বদল করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনলেন সৌদি বাদশা

নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি যে সব পরিবর্তন এসেছে সেগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখতেই এসব পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।

রাজকীয় ফরমানে 'প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি' নামে নতুন সংস্থা গঠন করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন গোয়েন্দা এবং সন্ত্রাসবিরোধী প্রায় সব দায়িত্ব নতুন সংস্থার ওপর বর্তাবে।

এ সংস্থার প্রধান করা হয়েছে জেনারেল আবদেল আজিজ বিন মোহাম্মাদ আল-হোয়েইরিনিকে। সরাসরি সৌদি রাজার নজরদারিতে সব কর্মকাণ্ড চালাবেন তিনি। এই ফরমান বলে হোয়েইরিনিকে দেওয়া হয়েছে উপমন্ত্রীর মর্যাদা।

যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ব্যক্তিগত দফতরের প্রধানকেও এ ফরমানে মন্ত্রীর মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

রাজকীয় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধানকেও সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন আরেকজনকে। রয়্যাল গার্ডের জেনারেল হামাদ আল-আওহালীর জায়গায় স্থালিভিষিক্ত হয়ে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনারেল সুহেইল আল-মুতিরি। আর এজেন্সি প্রধানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-কুয়ওয়াইজ।

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী বাদশা হিসেবে মনোনীত মোহাম্মদ বিন নায়েফকে তার অবস্থান থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনের ফলে তিনি ঠিকমতো চিন্তা করতে পারেন না এমন অভিযোগ এনে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ তাকে সরিয়ে দেন।

বিন নায়েফের জায়গায় বাদশাহ-পুত্র মোহাম্মদ বিন সালমানকে  সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে গুঞ্জন সৃষ্টি হয়। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কর্তৃক ভাতুষ্পুত্রকে সরিয়ে নিজ ছেলেকে যুবরাজ ঘোষণার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রাসাদ ষড়যন্ত্র হিসেবে পরিচিতি পায়। সেই রাতের বিভিন্ন ঘটনার বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়েছিল রয়টার্সের প্রতিবেদনে।

এই প্রতিবেদনকে  হলিউডি সিনেমার গল্প আখ্যা দিয়ে উচ্চপদস্থ এক সৌদি কর্মকর্তা এটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এর একদিন পরেই দেশটির নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদ-বদল আনা হলো।

সূত্র: বিবিসি বাংলা, পার্স টুডে।

/এএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
পাকিস্তানের বোধোদয় এবং বিএনপির ‘গোস্বা’!
পাকিস্তানের বোধোদয় এবং বিএনপির ‘গোস্বা’!
ড্র করেও যে কারণে ‘অসন্তুষ্ট’ আনচেলত্তি  
ড্র করেও যে কারণে ‘অসন্তুষ্ট’ আনচেলত্তি  
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজে পুলিশের ধরপাকড়
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজে পুলিশের ধরপাকড়
অজিদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্মিথ-ফ্রেজার ম্যাকগার্কের 
অজিদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্মিথ-ফ্রেজার ম্যাকগার্কের 
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!