X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের সহায়তা চট্টগ্রাম পৌঁছাবে শুক্রবার

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সৌদি আরবের ত্রাণ সহায়তা আগামীকাল শুক্রবার চট্টগ্রাম পৌঁছাবে। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একটি বিমানে এসব ত্রাণ আসবে। বৃহস্পতিবার আইওএম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ত্রাণ সামগ্রীর পাওয়ার আশা রোহিঙ্গা নারীরা। বালুখালী এলাকা থেকে তোলা ছবি। ছবি: বাংলা ট্রিবিউন

আইওএম জানায়, সংস্থাটির ভাড়া করা বোয়িং ৭৪৭ বিমানে রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের ত্রাণ আসছে। এতে রয়েছে ১০০ টন তাঁবু, স্লিপিং ম্যাট, কম্বল ও খাবার। বৃহস্পতিবার বিমানটি সৌদি আরবের রিয়াদ থেকে রওনা দেবে এবং বাংলাদেশের চট্টগ্রামে শুক্রবার পৌঁছাবে।

এই ত্রাণ পাঠিয়েছেন সৌদি বাদশা সালমানে মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান।

বিবৃতিতে বলা হয়েছে, আইওএম বাংলাদেশ এই ত্রাণ গ্রহণ করবে এবং চার লাখ রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করবে।

আইওএম-র অপারেশন্স ও এমার্জেন্সিজ এর পরিচালক মোহাম্মদ আবদিকার জানান, রোহিঙ্গাদের অনেক পরিবার আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে বাস করছে। তাদের খাবার বা বিশুদ্ধ পানির অভাব রয়েছে। সৌদি আরবের যে ত্রাণ আসছে তাতে ৮৫০টি পরিবারকে তাঁবু, ম্যাটস ও বিছানার সরঞ্জাম দেওয়া যাবে। এতে তীব্র গরম থেকে পরিবারগুলো রক্ষা পাবে কিছু মাত্রায়।

জরুরি ত্রাণ সহায়তা বিভাগের পরিচালকের নেতৃত্বের সৌদি আরবের  একটি টিমও বাংলাদেশ আসছে বিতরণ কার্যক্রম তদারকি করতে। টিমে দুজন সিনিয়র সহযোগী ও মিডিয়া ব্যক্তিত্বরা থাকবেন। টিমটি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি পর্যালোচনা করে আরও সহযোগিতার বিষয়টি জানাবে।

বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে আইওএমসহ অন্যান্য ত্রাণ সংস্থার সঙ্গে কাজ করছে। নতুন স্থাপিত ২ হাজার একরের রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ ও মৌলিক চাহিদা মেটানোর কাজটি সহজ হবে বলে  বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১২২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সূত্র: বাসস।

/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার