X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজ পরিবার নিয়ে মুখ খুললেন কাতারে নির্বাসিত আমিরাতি প্রিন্স

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১৬:৪২আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৬:৫৩

কাতারে রাজনৈতিক আশ্রয় নেওয়া প্রিন্স শেখ রশিদ বিন হামাদ আল-শারকি সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মধ্যকার বিভিন্ন বিরোধ ও অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। কাতারে প্রিন্স রশিদের আশ্রয় নেওয়া মুখ খোলার ঘটনায় উপসাগরীয় সংকট আরও জটিলতর হয়ে ওঠছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

রাজ পরিবার নিয়ে মুখ খুললেন কাতারে নির্বাসিত আমিরাতি প্রিন্স

৩১ বছরের প্রিন্স শেখ রশিদ আরব আমিরাতের অপেক্ষাকৃত ছোট ও কমবিত্তশালী রাজতন্ত্র ফুজাইরার আমিরের দ্বিতীয় ছেলে। কাতারে আশ্রয় নেওয়ার আগ পর্যন্ত তিনি ফুজাইরা সরকারের মিডিয়া দেখাশোনার দায়িত্বে ছিলেন। ১৬ মে ভোরে তিনি অপ্রত্যাশিতভাবে দোহা বিমানবন্দরে অবতরণ করে রাজনৈতিক আশ্রয় চান।

কাতারি কর্মকর্তাদের প্রিন্স রশিদ জানান, আবু ধাবির শাসকদের সঙ্গে বিরোধের কারণে তিনি জীবনের ঝুঁকি আশঙ্কা করছেন। শেখ রশিদ ও কাতারি এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে ওয়াশিংটনে অবস্থিত আমিরাতি দূতাবাসের একজন প্রতিনিধির যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন  এবং ফুজাইরার শাসকদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

প্রিন্স রশিদের কাতারে আশ্রয় নেওয়ার ঘটনাটি আরব আমিরাতের গত ৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো। এই প্রথম আমিরাতের সাতটি রাজপরিবারের শাসকদের বিরুদ্ধে রাজ পরিবারের সদস্যই মুখ খুললেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স রশিদ দাবি করেন, আমিরাতি শাসকরা ব্ল্যাকমেইল ও অর্থ পাচার করছে। যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি।

আমিরাতি রাজ পরিবার সম্পর্কে যা এতোদিন গুজব আকারে শোনা যেত তা প্রকাশ্যে তুলে ধরেছেন এই প্রিন্স। বিশেষ করে ইয়েমেনে সামরিক অভিযানে আবু ধাবির নেতৃত্ব দেওয়ার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ বিরোধ।

রশিদ অভিযোগ করেন, ইয়েমেনে সামরিক অভিযানের বিষয়ে আবু ধাবির শাসকরা বাকি ছয় আমিরের সঙ্গে কোনও পরামর্শ করেননি। কিন্তু ফুজাইরাহের মতো ছোট রাজতন্ত্রের সেনাদের সম্মুখ সারিতে রাখা হয়েছে। তারা মৃত্যুমুখে রয়েছে। এ পর্যন্ত শতাধিক সেনা নিহত হয়েছে।

তিন বছর পুরনো এই যুদ্ধে ইয়েমেনের নির্বাসিত সরকারের হয়ে সৌদি আরবের নেতৃত্বে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লড়ছে আমিরাত।

প্রিন্স রশিদ জানান, তিনি সাক্ষাৎকার দিতে এজন্য রাজি হয়েছেন যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণের ফলে আবু ধাবির চাপের হাত থেকে তার পরিবার রক্ষা পায়। তিনি মনে করেন, এরপরও যদি আবু ধাবি হুমকি অব্যাহত রাখে তাহলে সুবিধা পাওয়া যাবে।

কাতারে প্রিন্স রশিদের আশ্রয় নেওয়ার ঘটনাটি দোহার জন্য নতুন সংকট হয়ে দেখা দিয়েছে। এমনিতেই গত বছর থেকে আমিরাতসহ ৪টি উপসাগরীয় দেশের অবরোধের মুখে রয়েছে দেশটি। এর মধ্যে আবুধাবির সঙ্গে প্রিন্স রশিদের বিরোধের স্থায়ীত্ব নিয়েও সন্দিহান দোহা। যদিও প্রকাশ্যে কাতার রশিদের আশ্রয় নেওয়ার বিষয়টি অস্বীকার করছে।

/এএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল