X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শান্তি আলোচনার জন্য ইয়েমেনের হুদাইদাতে সৌদি হামলা স্থগিত

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ২১:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:১৮
image

সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধ জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে হামলা আপাতত স্থগিত থাকবে। যুদ্ধ জোটের একটি সামরিক সূত্র আল জাজিরাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বিষয়টি সম্পর্কে অবহিত একটি বেসামরিক সূত্র আল জাজিরাকে বলেছে, আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধ জোট শান্তি আলোচনার পথ তৈরির জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। শান্তি আলোচনার জন্য ইয়েমেনের হুদাইদাতে সৌদি হামলা স্থগিত

বার্তা সংস্থা এএফপির মতে, শুধুমাত্র নভেম্বরের ৩ থেকে ১২ তারিখের মধ্যে সৌদি আরবের যুদ্ধ জোটের হামলায় ইয়েমেনে ৬০০ হুথি নিহত হয়েছে। গত তিন বছর ধরে ইয়েমেন যুদ্ধ চলতে থকায় দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির জনগণ দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে রয়েছে। সৌদি আরবের বিমান হামলায় দেশটির হাজার হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে হাসপাতাল, ক্লিনিকের মতো স্থাপনা। তারওপর হুদাইদা বন্দরকে কেন্দ্র করে যুদ্ধ চলতে থাকায় খাদ্য, জ্বালানি, ওষুধের মতো প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা দুরুহ হয়ে পড়ছে। অথচ দেশটির উত্তর অংশে থাকা জনগণের জন্য ত্রাণ পৌঁছাবার ক্ষেত্রে হুদাইদাই একমাত্র পথ। উত্তর ইয়েমেনেই দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশের বাস।

ইয়েমেনের মানবিক বিপর্যয় ঠেকাতে বেশ কয়েকটি প্রভাবশালী দেশ জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা শুরুর জন্য চাপ দেওয়া শুরু করেছে। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। অবশ্য এই দেশগুলোই সৌদি আরবের কাছে সেসব অস্ত্র বিক্রি করেছে যেসব অস্ত্র ব্যবহার করে সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। তাদের চাপের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, তারা জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার প্রস্তাবকে সমর্থন করে। এ বছরের শেষ নাগাদ সুইডেনে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি বলেছেন, তিনি শান্তি আলোচনা সমর্থন করেন। কিন্তু হুদাইদাকে মুক্ত করার বিষয়েও তিনি বদ্ধপরিকর। তার বিবৃতির ভাষ্য, ‘হুদাইদাকে মুক্ত করার জন্য ইয়েমেনিদের লড়াই অনিবার্য, আর সেটা শান্তি আলোচনার মধ্যে দিয়েই হোক অথবা যুদ্ধের।’ হুথিরা হামলা স্থগিতের বিষয়ে তেমন কোনও প্রতিক্রিয়া দেখায়নি। তারা বরং তাদের যোদ্ধাদের স্ব স্ব অবস্থানে রেখেছে। শান্তি আলোচনার বিষয়েও তারা আল জাজিরাকে কোনও তথ্য নিশ্চিত করতে পারেনি।

/এএমএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে