X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফের সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথির

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ২০:৪৫আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:৪৫

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীটির দাবি, জেদ্দায় আরামকোর স্থাপনায় কুদস-২ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে। এটিই বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি জানিয়েছেন, কুদস-২ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সমর্থ হয়েছে। এছাড়া সৌদি আরবের কিং খালেদ বিমান ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, ইয়েমেনে ছয় বছর ধরে সৌদি আরবের সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

হুথিদের হামলার দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এ হামলা নিয়ে টুইটারে দেওয়া পোস্টের সঙ্গে একটি উপগ্রহ চিত্র জুড়ে দিয়েছেন হুথির সামরিক মুখপাত্র। ওই ছবিটি আরামকো-র উত্তর জেদ্দা বাল্ক প্ল্যান্টের সঙ্গে মিলে যায় যেখানে তেল সামগ্রী ট্যাংকে রাখা হয়।

হুথির দাবি, ২০২০ সালের নভেম্বরে তারা একই স্থাপনা হামলা চালিয়েছিল। ওই হামলার কথা পরে সৌদি কর্তৃপক্ষও স্বীকার করে। রিয়াদ জানায়, হুথিদের ওই হামলায় আরামকোর একটি স্থাপনায় আগুন লেগে যায়।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই ঘটনায় সৌদি আরবের জ্বালানি তেলের উৎপাদন অর্ধেকে নেমে আসে। হামলার কারণে দুইটি প্লান্টের দৈনিক ৫৭ লাখ ব্যারেলের তেল উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় রিয়াদ, যা একদিকে দেশটির মোট উৎপাদনের অর্ধেক আবার অন্যদিকে বৈশ্বিক গড় উৎপাদনের ৫ ভাগ।

উল্লেখ্য, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে বিদ্রোহীরা সানা দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত