X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইরাক সফরে পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ২১:৩৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৮

ইরাক সফরে গেছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিন দিনের সফরের অংশ হিসেবে শুক্রবার দেশটিতে পৌঁছান তিনি। ইরাকের খ্রিস্টানদের জন্য তার এই সফর খুব তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানী বাগদাদ ছাড়াও মোসুল ও কারাকাসেও যাওয়ার কথা রয়েছে তার। এছাড়া ইরবিলে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সেখানে প্রায় দেড় লাখ খ্রিস্টান ধর্মাবলম্বী সেন্ট্রাল ইরাক থেকে পালিয়ে গেছে।

প্রথমে আল কায়েদা ও পরে আইএস ইরাকে খ্রিস্টানদের আক্রমণ করেছে। এর ফলে লাখ লাখ খ্রিস্টান তুরস্ক, লেবানন, জর্ডান এবং উত্তর ইরাকের কুর্দি এলাকায় চলে গেছে।

কার্ডিনাল লুই রাফায়েল সাকো বলেছেন, ‘আমরা আশা করি, পোপের সফরের ফলে খ্রিস্টানদের ট্র্যাজেডির ওপর মানুষের নজর যাবে। সেই সঙ্গে সৌভ্রাতৃত্বের একটি বার্তাও যাবে। ধর্ম তো বিভাজনের জন্য নয়, বরং এক করার জন্য।’

২০০৩ সালে মার্কিন হামলার আগে ইরাকে ১৬ লাখ খ্রিস্টান ছিল। এখন আছে মাত্র তিন লাখ। তারপর থেকে ৫৮টি চার্চ হয় ভেঙে ফেলা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদ্দাম হুসেনের সময় খ্রিস্টানরা বৈষম্যের শিকার হলেও নিরাপত্তার অভাব বোধ করেনি। কিন্তু মার্কিন হামলার পর পরিস্থিতি একেবারে বদলে যায়। আল কায়েদা প্রথমে বিশপ এবং অন্য খ্রিস্টান ধর্মযাজকদের অপহরণ ও হত্যা শুরু করে। চার্চ ও খ্রিস্টানদের জমায়েতে আক্রমণ শুরু হয়। শুক্রবার পোপ যেখানে সমাবেশ করবেন, সেখানে ২০১০ সালে ৪৮ জনকে মারা হয়েছিল। মসুলে আইএস প্রবেশের অল্প সময়ের মধ্যে খ্রিস্টানরা পালাতে বাধ্য হন বলে জানিয়েছেন ফাদার কারাম সামাশা।

পোপ তার সফরে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি দেশটির খ্রিস্টানদের অবস্থা কথা তুলবেন। নজফে গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এছাড়া কথা বলবেন সুন্নি মুসলিম ও ইয়াজিদি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ