X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইসরায়েলকে জাতিবিদ্বেষে অভিযুক্ত করলো মার্কিন মানবাধিকার সংস্থা

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৭:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:৩৯
image

মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে দখলকৃত এলাকা এবং নিজেদের অভ্যন্তরে আরবদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ এবং নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে নিজ দেশের নাগরিক হলেও ইহুদি ইসরায়েলিদের আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করছে ইসরায়েল। জাতিবিদ্বেষকে মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য করা হয়। নতুন এই প্রতিবেদনকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাখ্যান করলেও স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েলের ৯৩ লাখ জনসংখ্যার মাত্র ২০ শতাংশ আরব সংখ্যালঘু। ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরে বসবাস করে ২৫ লাখ ফিলিস্তিনি আর দখলকৃত পূর্ব জেরুজালেমে সাড়ে তিন লাখ ফিলিস্তিনির বাস। এছাড়া গাজা উপত্যকায় প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি বসবাস করে। এই এলাকাটিও ইসরায়েলের দখলকৃত বলে বিবেচনা করে জাতিসংঘ। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল এসব এলাকা দখল করে নেয়। ২০০৫ সালে ইসরায়েল গাজা উপত্যকা ছেড়ে গেলেও এর বেশিরভাগ সীমান্ত এবং আকাশসীমা এবং সমুদ্র উপকূল নিয়ন্ত্রণে রেখেছে।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নির্মাণ করা ১৪০টি বসতিতে ছয় লাখের বেশি ইহুদি বসবাস করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচনা করে। তবে ইসরায়েল তা মানে না।

হিউম্যান রাইটস ওয়াচের ২১৩ পৃষ্ঠার রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সময়ের বাস্তবতা হলো ইসরায়েল বেশিরভাগ এলাকা একাই শাসন করছে। এসব এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ পদ্ধতিগতভাবে ইহুদি ইসরায়েলিদের অগ্রাধিকার দিচ্ছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইন, নীতি এবং ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিবৃতির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে জনসংখ্যাতাত্ত্বিকভাবে, রাজনৈতিক ক্ষমতা এবং ভূমির উপর ইহুদি ইসরায়েলিদের নিয়ন্ত্রণ থাকবে আর এটা দীর্ঘ দিনের সরকারি নীতি।’

এইচআরডব্লিউ’র এই প্রতিবেদনকে অসঙ্গত এবং মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ইসরায়েলবিরোধী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে তার সঙ্গে প্রকৃত ঘটনা কিংবা মাঠের বাস্তবতার কোনও সংযোগ নেই।

তবে এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তুক্ষেপ জরুরি, যাতে করে তারা নিশ্চিত করতে পারে যে তাদের রাষ্ট্র, সংস্থা এবং কোম্পানিগুলো কোনও ধরনের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ করতে কোনও ভূমিকা রাখছে না।’

/জেজে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা