X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জালিয়াতির অভিযোগ নেতানিয়াহুর

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ০৯:৪৮আপডেট : ০৭ জুন ২০২১, ০৯:৪৮
image

কোনও ধরনের উস্কানি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতা থেকে নতুন গঠিত জোটের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন তিনি। নেতানিয়াহু বলেন, এই জোট হলো গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন জালিয়াতির ফলাফল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টানা ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার তাকে ক্ষমতা থেকে সরাতে জোটবদ্ধ হয়েছে দেশটির আটটি ভিন্ন দর্শনের রাজনৈতিক দল। নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুকে হটাতেই জোটবদ্ধ হয়েছে তারা।

এমন পরিস্থিতিতি নিজের ডানপন্থী লিকুদ পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা দেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন জালিয়াতি প্রত্যক্ষ করছি, আমার মতে যে কোনও গণতান্ত্রিক দেশের ইতিহাসেই এটা সবচেয়ে বড় জালিয়াতি।’ ক্ষমতা থেকে সরলে দুর্নীতির অভিযোগে চলতে থাকা বিচারে কারাগারে যেতে হতে পারে নেতানিয়াহুকে। প্রতিদ্বন্দ্বি জোটকে পার্লামেন্টে আস্থা ভোটে হারাতে সমর্থকদের আহ্বান জানান তিনি।

গত শনিবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এক বিরল বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতার উস্কানি দেওয়া হচ্ছে বলে সতর্ক করেন। নির্দিষ্ট ব্যক্তি ও গ্রুপ এই উস্কানি দিচ্ছে বলে সতর্ক করেন তিনি। বিরোধী রাজনীতিবিদদের দাবি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রাজনৈতিক সমালোচনা এবং সহিংসতায় উস্কানির মধ্যে খুবই ছোট পার্থক্য আছে। ডানপন্থীদের দিক থেকে যখন সমালোচনা আসে তখন আমরা বলতে পারি না যে সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে আবার বামপন্থীদের দিক থেকে যখন সমালোচনা আসে তখন তাকে বাকস্বাধীনতা দিয়ে ন্যায্যতা দেওয়া যায় না।’ তিনি বলেন, ‘আমি সহিংসতায় সব ধরনের উস্কানির নিন্দা জানাই।’

/জেজে/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামাস শক্তিশালী হবে: ব্রিটেন
সর্বশেষ খবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল