X
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১২ মাঘ ১৪২৮
সেকশনস

তুরস্ক সফরে আবু ধাবির যুবরাজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২১:৪০

তুরস্ক সফরে গেছেন আবু ধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের আমন্ত্রণে বুধবার আঙ্কারায় পৌঁছান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রায় এক দশক পর সরকারি সফরে তুরস্ক গেলেন আমিরাতের এই ডি ফ্যাক্টো শাসক। এর আগে সর্বশেষ ২০১২ সালে দেশটিতে গিয়েছিলেন তিনি।

বুধবার আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে আবু ধাবির যুবরাজকে স্বাগত জানান তুরস্কের বাণিজ্যমন্ত্রী মেহমেত মুস-সহ অন্যান্য কর্মকর্তারা।

সফরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান-সহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে আবু ধাবির যুবরাজের।

তুর্কি সরকারের যোগাযোগ দফতর জানিয়েছে, এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদিও তাদের আলোচনায় ঠাঁই পাবে।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান পরস্পরবিরোধী। লিবিয়ায় ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে দুই দেশ। মতবিরোধ রয়েছে পূর্ব ভূমধ্যসাগরের সমুদ্রসীমাসহ আরও নানা বিষয় নিয়ে। তবে সাম্প্রতিক সময়ে দুই আঞ্চলিক প্রতিপক্ষ নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে।

একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, এরদোয়ান এবং শেখ মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নানা বিষয়াদি ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। আরেক তুর্কি কর্মকর্তা জানান, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন এবং উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই সফর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

/এমপি/
সম্পর্কিত
ওমিক্রনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দৈনিক সংক্রমণ
ওমিক্রনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দৈনিক সংক্রমণ
রাশিয়ার জন্য লিখিত প্রস্তাবনা তৈরি করছে ন্যাটো
রাশিয়ার জন্য লিখিত প্রস্তাবনা তৈরি করছে ন্যাটো
ইউরোপের উদ্বেগ প্রশমনে কাতারের আমিরের সঙ্গে দেখা করবেন বাইডেন
ইউরোপের উদ্বেগ প্রশমনে কাতারের আমিরের সঙ্গে দেখা করবেন বাইডেন
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
ওমিক্রনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দৈনিক সংক্রমণ
ওমিক্রনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দৈনিক সংক্রমণ
রাশিয়ার জন্য লিখিত প্রস্তাবনা তৈরি করছে ন্যাটো
রাশিয়ার জন্য লিখিত প্রস্তাবনা তৈরি করছে ন্যাটো
ইউরোপের উদ্বেগ প্রশমনে কাতারের আমিরের সঙ্গে দেখা করবেন বাইডেন
ইউরোপের উদ্বেগ প্রশমনে কাতারের আমিরের সঙ্গে দেখা করবেন বাইডেন
© 2022 Bangla Tribune