X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২০:০০

তেহরানের বহুল আলোচিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরান। সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইব্রাহিম রাইসি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত না থাকে তাহলে তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ভিয়েনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা সফল হতে পারে না।

দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই বড় ধরনের নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের ব্যাপারে তাদের সদ্বিচ্ছা প্রমাণ করতে হবে।’

এদিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করতে ভিয়েনায় অনুষ্ঠিত ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খাতিবজাদেহ এ তথ্য জানান। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ‘সব কিছুতে সম্মত হওয়ার আগ পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয়। বাকি থাকা ইস্যুগুলো আরও কঠিন।’ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানি জানিয়েছেন, ইউরোপীয়ান আলোচকদের সঙ্গে আলোচনা চলছে এবং তা অব্যাহত থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনও কর্মসূচি ছিল না।

২০২১ সালের এপ্রিল থেকে ভিয়েনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। পশ্চিমা শক্তিগুলোর আশঙ্কা, দ্রুত চুক্তিতে পৌঁছাতে না পারলে তেহরান পারমাণবিক অগ্রগতি অর্জন করে ফেললে পরে তা থেকে তাদের আর বিরত রাখা যাবে না।

উল্লেখ্য, গত সপ্তাহে রয়টার্স জানায় ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ পারমাণবিক আলোচনা চুক্তির আকার নিতে শুরু করেছে। ২০১৮ সালে চুক্তিটি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ওপর আরোপ করে কঠোর নিষেধাজ্ঞা।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান