X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সৌদিতে শিয়া মসজিদের দুই হামলাকারী শনাক্ত

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৭:২৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:২৫

সৌদিতে শিয়া মসজিদের দুই হামলাকারী শনাক্ত আল-আহসা অঞ্চলের  শিয়া মসজিদের দুই বোমা হামলাকারীকে শনাক্ত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ খবরটি নিশ্চিত করেছে। শুক্রবার পূর্বাঞ্চলের আল-আহসা শহরের আল রিদা নামের শিয়া মসজিদে এ আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। হামলায় চার সৌদি নাগরিক নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, আত্মঘাতী ২২ বছর বয়সের হামলাকারীর নাম আবদুল রহমান বিন আব্দুল্লাহ বিন সুলাইমান আল তুয়াইজরি। তিনি সৌদি আরবের নাগরিক। আর হামলার সময়ই আরেকজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলা চালাতে গিয়ে আহত হওয়ায় তার চিকিৎসা চলছে। তবে দ্বিতীয় এই হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, পরে আহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হবে। আর হামলার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার রাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়,আত্মঘাতী ২২ বছর বয়সের হামলাকারী সুলাইমান আল তুয়াইজরিকে দুই বছর আগেও একবার গ্রেফতার করা হয়েছিল। ওই সময় গ্রেফতারকৃত কয়েকজনের মুক্তির দাবিতে এক মিছিলে অংশ নেওয়ায় গ্রেফতার হয়েছিলেন তিনি।
হামলাকারী সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়,আত্মঘাতী হামলাকারীর বাবা হামলার আগের দিন বৃহস্পতিবারও ছেলে মধ্যে কোনও পরিবর্তন ধরতে পারেননি। হামলার কয়েক ঘণ্টা আগেও বাবা-ছেলে এক সঙ্গে ছিলেন। হামলাকারীর বাবা জানান,সুলাইমান আল তুয়াইজরি স্থানীয় রেস্তোরাঁতে কাজ করতেন এবং কমিউনিটি কলেজে পড়াশোনা করেছেন। বোমা হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ। এ সময় তিনি সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করার ব্যাপারে জাতিকে আশাবাদ দেন।  

শুক্রবার প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আল-আসা অঞ্চলের মাহাসেন শহরের ইমাম রিদা মসজিদে বিস্ফোরণের পাশাপাশি বন্দুক হামলাও চালানো হয়। আল আরাবিয়া টেলিভিশন জানায়,ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৫ ‘সন্ত্রাসী’র সংঘর্ষও হয়। আর কদিন আগে মৃত্যুদণ্ডে দণ্ডিত শিয়া নেতা শেখ নিমার আল নিমারের ভাই মোহাম্মদ আল নিমার বার্তা সংস্থা এপিকে জানান,শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলা হয়। তারপর পুলিশ মসজিদকে ঘিরে ফেলে। ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এরআগে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) এর হামলার স্বীকার হয়েছেন সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের মানুষেরা। এ মাসের শুরুতে শেখ নিমার আল নিমারের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে সেখানে উত্তেজনা বেড়েছে। সূত্র: গালফ নিউজ

/এএ/বিএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ