X
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০

গাজায় ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২২, ১২:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২২, ১২:৩৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর চলার মধ্যে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি গাজা উপত্যকা থেকে রকেট হামলার প্রতিক্রিয়া জানিয়েছে তারা।

শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা উপত্যকার একটি রকেট উৎপাদন কারখানায় হামলা চালিয়েছে। তাদের দাবি এই কারখানাটি পরিচালনা করছে অবরুদ্ধ উপত্যকার শাসক দল হামাস।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সকালে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে গাজার মানুষের। দুইটি আলাদা স্থান লক্ষ্য করে এক ডজনের বেশি রকেট হামলা চালানো হয়।

এসব হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক আগুন জ্বলতে দেখার কথা জানান আল জাজিরার প্রতিবেদক। তিনি জানান, ঘটনাস্থলের আশেপাশের বেশিরভাগ এলাকায় কৃষি জমি।

এর আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুই বার সাইরেন বেজে ওঠে। এর মাধ্যমে বাসিন্দাদের সম্ভাব্য রকেট হামলার বিষয়ে সতর্ক করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি একটি রকেট প্রতিহত করা হয়েছে আর তিনটি খোলা স্থানে বিস্ফোরিত হয়েছে। তবে এই রকেট হামলার দায় স্বীকার করেনি কোনও গ্রুপ।

গত মাসেও রকেট হামলার অভিযোগ তুলে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ওই সময়ে তারা হামাসের সামরিক স্থাপনায় হামলার দাবি করে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, এসব ক্ষেপণাস্ত্র কৃষি জমিতে পড়েছে।

২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে গাজায় হামলা চালিয়ে ২৫৩ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। ওই সময়ে আহত হয় প্রায় দুই হাজার মানুষ।

গত শুক্রবার ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীর সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়ে তিনি শান্তি উদ্যোগ এড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দেন, তবে শান্তি স্থাপনে নতুন কোনও প্রস্তাব উপস্থাপন করেননি তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ভারতে একাধিক সাংবাদিকের বাড়িতে পুলিশের অভিযান
আঙ্কারায় বোমা হামলার পর তুর্কি পুলিশের অভিযানে আটক ৯২৮
ব্যাংককে শপিং মলে ৩ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজন কিশোর গ্রেফতার
সর্বশেষ খবর
দেশের টেকসই উন্নয়নে ডিজিটাল কানেক্টিভিটি ভূমিকা রাখবে: স্পিকার
দেশের টেকসই উন্নয়নে ডিজিটাল কানেক্টিভিটি ভূমিকা রাখবে: স্পিকার
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনআ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
নতুন দলগুলোর টার্গেটে বিএনপির পদবঞ্চিতরা, সাড়া মিলছে কেমন?
নতুন দলগুলোর টার্গেটে বিএনপির পদবঞ্চিতরা, সাড়া মিলছে কেমন?
এনআইডি ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের হিসাব খোলার সুযোগ
এনআইডি ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের হিসাব খোলার সুযোগ
সর্বাধিক পঠিত
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’