X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের কাছে করা দাবি ‘প্রত্যাহার’ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১১:২৩আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:২৮

ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিন ধরে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। পারমাণবিক আলোচনায় ইরানের একটি বড় দাবি ছিল, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে যেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র নাম অপসারণ করা হয়। তবে  শেষ পর্যন্ত তেহরান ওই দাবি থেকে সরে এসেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, ইরান তার কিছু দাবি থেকে সরে এসেছে। যেমন সন্ত্রাসী তালিকা থেকে আইআরজিসি-র নাম বাদ দেওয়া।

এদিকে পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পাঠানো প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তেহরানের দেওয়া সাম্প্রতিক এসব জবাব বা প্রতিক্রিয়াকে যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সংস্থাটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া যুক্তিসঙ্গত।

স্পেনের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিষয়টির অবতারণা করেন জোসেফ বোরেল। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনার সমন্বয়কারী হিসেবে আমার কাছ থেকে একটি প্রস্তাব ছিল। ইরানের কাছ থেকে তার একটি প্রতিক্রিয়া এসেছে। আমার কাছে এটিকে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। তারা যে প্রতিক্রিয়া দিয়েছে সেটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। তবে ওয়াশিংটনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সাড়া মেলেনি।

জোসেফ বোরেলের ওই বক্তব্যের পর ওয়াশিংটন জানায়, ইউরোপীয় ইউনিয়নের খসড়া নিয়ে তেহরান যে প্রতিক্রিয়া জানিয়েছে অবিলম্বে তার জবাব দেওয়া হবে। বিষয়টি নিয়ে কাজ করছেন কর্মকর্তারা।

/এমপি/
সম্পর্কিত
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো