সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বোমা বর্ষণের ফলে অন্তত দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সিরীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিরিয়ার জেনারেল ডিরেক্টরেট অব মেটিওরলজি এক বিবৃতিতে বলেছে, নিহত দুই কর্মী তাদের কর্মী এবং বিমানবন্দরে কাজ করছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দর আক্রান্ত হয়েছে।
এর আগে ১২ অক্টোবর দামেস্ক ও আলেপ্পোর বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছিল বলে দাবি করেছিল সিরিয়া। হামলায় দুই শহরের দুটি বিমানব্ন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত এবং কার্যক্রম সাময়িক বন্ধ হয়।
আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরসহ সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সূত্রগুলো দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের সাপ্লাই লাইন ব্যাহত করাই বিমানবন্দরে হামলার লক্ষ্য।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে দেশটিতে ইরানের উপস্থিতি ও প্রভাব বেড়েছে।